ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় ফের সংগঠিত হচ্ছে শিবির

প্রকাশিত: ০৪:০১, ৬ মে ২০১৭

পত্নীতলায় ফের  সংগঠিত হচ্ছে শিবির

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ মে ॥ পত্মীতলায় সরকারী কর্মকর্তাসহ সরকারী দলের কতিপয় নেতাকর্মীর কাঁধে চেপে এবার সংগঠিত হচ্ছে শিবির। তারা নয়া কৌশলে শিক্ষা কার্যক্রমের নামে অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র শিবিরের কর্মী সংগ্রহে সক্রিয় হচ্ছে। ঘটনাটি এলাকার আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের ভাবিয়ে তুলেছে। জানা গেছে, পতœীতলায় শিক্ষাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের দোহাই দিয়ে শিবিরের নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বানিয়ে কৌশলে নিজেদের কর্মী সংগ্রহের পাশাপাশি গোপনে সংগঠিত হতে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি উপজেলা চত্বরে ভয়েস সংগঠনের আয়োজনে সরকারী কর্মকর্তাসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম এবং পরিবেশ ও নেতৃত্ব বিকাশ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নজিপুর পৌর শহরের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা সেচ্ছায় পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে ও ভয়েস সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রেজা স্বাধীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, পতœীতলার সাবেক ছাত্র শিবিরের ২০০২ সালের উপজেলা সভাপতি এনজিও পরিচালনাকারী মিজানুর রহমান কিরন, লাইফ প্রজেক্টের সিও রিয়াল আহসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, সুবন্ধন ডেভেলপমেন্ট এমসিএস লিমিটেডের চেয়ারম্যান এ্যাডভোকেট জিয়াউর রহমান, নজিপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক আবুল হায়াত ইসমাইল প্রমুখ। এসময় পতœীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা উপজেলার মোট ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করে।
×