ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মে ২০১৭

এবার চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হরহামেশা হুমকি দেয় উত্তর কোরিয়া। কিন্তু চীনের বিরুদ্ধে তাদের শক্ত কথা বলার নজির নেই বললেই চলে। বিরল হলেও এমন একটি কা- হলো যা হয় তো কখনও ভাবেওনি চীন। তাদের ছত্রছায়ায় থাকা ‘বিচ্ছিন্ন দেশ’ উত্তর কোরিয়াই এবার তাদের হুমকি দিল। খবর এনডিটিভির। সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মুখ থেকে উচ্চারিত না হলেও হুমকি এসেছে তাদের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি (কেসিএনএ) থেকে। সংবাদসংস্থাটি উত্তর কোরিয়ার মুখপাত্র হিসেবে কাজ করে। কেসিএনএর এক মতামতে বলা হয়েছে, নিজের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত চীনের। সতর্ক করে বলা হয়েছে, চীন যদি আবার তাদের ধৈর্যের পরীক্ষা নেয়, তাহলে ভয়াবহ ফল ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও প্রধান কূটনৈতিক সমর্থক চীনকে এমন হুঁশিয়ারি দেয়ার পর চীনা গণমাধ্যমে এর জবাব দেয়া হয়েছে। দেশটির গ্লোবাল টাইমস পত্রিকায় বলা হয়েছে, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচী নিয়ে ‘কিছু ভ্রান্ত যুক্তির ফাঁদে’ পড়েছে। কোরীয় যুদ্ধের সময় থেকে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে।
×