ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে প্রেসিডেন্ট থিন কিয়াওর পদত্যাগের খবরে তোলপাড়

সুচিকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে রাজনৈতিক স্থিতি বিনষ্টের চেষ্টা

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মে ২০১৭

সুচিকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে রাজনৈতিক স্থিতি বিনষ্টের চেষ্টা

মিয়ানমার সরকার আউং সান সুচিকে নিয়ে মিথ্যা খবর ছড়িয়ে দেশে ‘রাজনৈতিক স্থিতিশীলতা’ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক করেছে। ‘মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করবেন এবং সুচি সরকার প্রধান হবেন’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর ইয়াহু নিউজের। রয়টার্সকে মিয়ানমার পুলিশ জানিয়েছে, এ ধরনের গুজব ছড়ানোর পেছনে যাদের হাত রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। অর্ধশতক পর গত বছর গণতান্ত্রিকভাবে মিয়ানমারের ক্ষমতায় আসে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু সাংবিধানিক বাধার কারণে সূচী প্রেসিডেন্ট হতে পারেননি। সুচি মনোনীত নেতা থিন কিয়াও মিয়ানমারের প্রেসিডেন্ট হন এবং সুচির জন্য প্রেসিডেন্টের সক্ষমতাসম্পন্ন নতুন একটি পদ (স্টেট কাউন্সিলর) সৃষ্টি করা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা শুক্রবার সুচির কার্যালয়ের বরাত দিতে জানায়, ভুয়া নাম ব্যবহার করে করা এ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট এবং স্টেট কাউন্সিলরকে নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। সুচির কার্যালয় থেকে দুইটি ফেসবুক এ্যাকাউন্টের নামও প্রকাশ করা হয়। ওই দুইটি এ্যাকাউন্ট থেকে ‘মিথ্যা খবর’ ছড়ানো হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। কার্যালয় থেকে বলা হয়, বর্তমান সরকারের আমলে দেশে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হচ্ছে। এ খবর ছড়িয়ে অপরাধীরা জনমনে এমন পরিস্থিতির সৃষ্টি করতে চায় যাতে জনগণ ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের খবর ছড়াচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে রয়টার্সকে জানায় পুলিশ।
×