ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চালকের শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন ’১৭ সংশোধনের দাবি

প্রকাশিত: ০৮:০৭, ৫ মে ২০১৭

চালকের শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন ’১৭ সংশোধনের দাবি

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় দোষী চালকের শাস্তি-জরিমানা কমিয়ে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭-এর সাংঘর্ষিক বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনার থেকে এ দাবি জানান পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। ‘সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় ও সড়ক পরিবহন আইন-২০১৭’ শীর্ষ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় ঐক্য পরিষদের পক্ষ থেকে। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শাজাহান খান। বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, ওসমান আলী, ইলিয়াস কাঞ্চন, রুহিন হোসেন প্রিন্স, ফারুক তালুকদার সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।
×