ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্লোবাল ইনক্লুশন এ্যাওয়ার্ড পেল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৭:৪০, ৫ মে ২০১৭

গ্লোবাল ইনক্লুশন এ্যাওয়ার্ড পেল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্লোবাল ইনক্লুশন এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠান। গ্লোবাল মানি উইক এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পেল প্রতিষ্ঠানগুলো। পুরস্কারজয়ী অপর দুটি প্রতিষ্ঠান হলোÑ বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জবসবিডি। জানা গেছে, টেকসই ও উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম এবং আর্থিক শিক্ষা প্রসারের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ১৯টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার জিতেছে আর্থিক খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। গত বুধবার জার্মানির বার্লিনে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×