ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:৫২, ৫ মে ২০১৭

ছ বি র  গ ল্প

কংক্রিটের ইমোজি প্রযুক্তি দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগের সাইটে মনের অনুভূতি প্রকাশের জন্য অনেকেই ইমোজি (বিশেষ চিহ্ন) ব্যবহার করেন। অনলাইনের পাশাপাশি এবার কংক্রিটের তৈরি ইমোজি তৈরি করে বাসার দেয়ালে বসিয়েছেন নেদারল্যান্ডসের এক স্থপতি চাংগিস তেরানি। একটি দুটি নয়, ২২টি ভিন্ন অনুভূতির ইমোজি ব্যবহার করেছেন তিনি। সূত্র : বিবিসি
×