ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:৫২, ৫ মে ২০১৭

বিজ্ঞান কণিকা

মহাকাশের ভার্চুয়াল ভিডিও ঘরে বসেই দেখা যাবে মহাকাশের ভার্চুয়াল ভিডিও। নভোচারীদের মতো ভ্রমণের অভিজ্ঞতা দিতে মহাকাশে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির ক্যামেরা পাঠানোর উদ্যোগ নিয়েছে স্পেস ভিআর। এরই মধ্যে মহাকাশে পাঠাতে আটটি ভিআর ক্যামেরাযুক্ত ডিভাইসও তৈরি করেছে তারা। এসব ক্যামেরা প্রতিদিন মহাকাশ থেকে দুই থেকে তিন ঘণ্টা ৩৬০ ডিগ্রী ফরম্যাটের ভিডিও পৃথিবীতে পাঠাবে। টানা ৯ মাস ভিডিও ধারণের পর পৃথিবীতে ক্যামেরাসহ স্যাটেলাইটটি ফেরত আনা হবে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে এইচটিসিসহ বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সহায়তাও পেয়েছে তারা। তবে কবে নাগাদ ক্যামেরাগুলো মহাকাশে পাঠানো হবে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। সূত্র : ডেইলি মেইল গোলাকার ড্রোন শূন্যে ভেসে বিভিন্ন তথ্য ও বিজ্ঞাপন প্রচার করতে পারে গোলাকার ড্রোনটি। এ জন্য ড্রোনটির পুরো শরীরেই বসানো হয়েছে কয়েক শ এলইডি বাল্ব। বাল্বগুলো ১৩৬ থেকে ১৪৪ পিক্সেলে ছবি ও ভিডিও প্রদর্শন করতে পারে। মাত্র সাত পাউন্ড ওজনের ড্রোনটি তৈরি করেছে জাপানের মোবাইল অপারেটর ডোকোমো। সূত্র : সায়েন্স ডেইলি
×