ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পপি দেবী থাপা

ফ্যাশনেবল এ্যান্টিক গহনা

প্রকাশিত: ০৬:৫০, ৫ মে ২০১৭

ফ্যাশনেবল এ্যান্টিক গহনা

আকাশ সংস্কৃতির এ যুগে বেড়েছে পোশাকের সঙ্গে ম্যাচ করে ইমিটেশন, সিটিগোল্ড, স্টোন বেজ গয়নাও। তবে এসবের মধ্যে এ্যান্টিক গহনা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর সুন্দর রং, সুন্দর ডিজাইন গয়না জগতে নিয়ে এসেছে নতুনত্ব। নিত্যদিনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে বা সেই রঙের পাথরের তৈরি এ্যান্টিক গয়না ব্যবহার করছে তরুণীরা। এতে ফ্যাশনেও এসেছে নতুনত্ব। চুড়ি, কানের ফুল, আংটি, গলার হার, নেকলেস, ব্রেসলেটসহ সব ধরনের এ্যান্টিক গহনাই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জুয়েলারি শোরুমে। এছাড়াও স্বর্ণ বা রুপার ওপরও এ্যান্টিকের কাজ করা হয়, সেই সঙ্গে বসানো হয় সুন্দর সুন্দর পাথর। এছাড়া পিতল, অষ্টধাতুর সমন্বয়ে তৈরি হয় এ্যান্টিক গয়না। তাই পার্টির জন্য এ্যান্টিক গয়না মানানসই। তবে শুধু পার্টিতেই নয় বরং যে কোন ড্রেসের সঙ্গেই এ্যান্টিক গয়না ব্যবহার করতে দেখা যায়। ফ্যাশন-সচেতন নারীদের কাছে রূপার গয়নাও এখন পছন্দের তালিকায় প্রথম সারিতে। রুপার গহনার কালার হিসেবে বেছে নিতে পারেন সাদাটাই। তবে আজকাল অন্য রংগুলোও খুব গুরুত্বের সঙ্গে ব্যবহার করছেন ফ্যাশনসচেতন মানুষ। মূলত তাদের কথা মাথায় রেখেই বর্তমানে রুপায় এ্যান্টিক, গোল্ডপ্লেটেড, কপার এই তিন রকম রং করে তাতে বসানো হচ্ছে রকমারি পাথর, পুঁতি, মুক্তা ইত্যাদি। এ ক্ষেত্রে বৈচিত্র্য আনতে সবচেয়ে বেশি প্রাধান্য পায় পোশাকের রং। সে জন্য অনেকেই পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আজকাল রুবি বসানো রুপার গহনা, পান্না সবুজ, মুক্তা ও বিভিন্ন রঙের উজ্জ্বল ছোট পাথর ব্যবহার করছেন। আবার রুপার গহনায় গোল্ডপ্লেটেড কালার করিয়ে সাদা কুন্দনও বসিয়ে নিচ্ছেন অনেকে। এ গয়নার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হালকা-গাঢ় সব রঙের পোশাকের সঙ্গেই রুপার গয়না মানিয়ে যায়। জমকালো সালোয়ার কামিজ এবং ফতুয়ার সঙ্গেও রুপার বড় দুল বেশ চলছে। শাড়ির সঙ্গে পরার জন্য মেয়েরা রুপার ভারি গয়না বেশি পছন্দ করে।
×