ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত: ০৫:৫৭, ৫ মে ২০১৭

প্রাইম ব্যাংক উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক কে এম খালেদের শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রাইম ব্যাংকের এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী গোল-ই-আফরোজ বানুকে ২২ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ারের ৩৮ দশমিক ৮২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৭ দশমিক ৩০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ৩৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার। -অর্থনৈতিক রিপোর্টার নেটিং ও ঋণ প্রদানের তথ্য ৮ মে’র মধ্য দাখিলের নির্দেশ সিকিউরিটিজ হাউজগুলোর ২০১৭ এপ্রিল মাসের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ প্রদানের তথ্য আগামী ৮ মে’র মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এছাড়া প্রতিষ্ঠানগুলোর নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট ৪ মে’র মধ্যে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সিকিউরিটিজ হাউজগুলো প্রতি মাসে তাদের আর্থিক সমন্বয় ও ঋণ সরবরাহের তথ্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×