ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৯.৩০ শতাংশ লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৫, ৫ মে ২০১৭

পুঁজিবাজারে ৯.৩০ শতাংশ লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার দুই বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ৬৪ কোটি ৮৩ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সার্বিকভাবে প্রধান বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৯.৩০ শতাংশ। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার। এ দিন কোম্পানির ৪৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস, ডরিন পাওয়ার জেনারেশন ও বারাকা পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ব্যাংক, বারাকা পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, মবিল যমুনা বিডি, সাইফ পাওয়ার ও ফারইস্ট ফাইনান্স।
×