ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের উন্নয়নের ধারায় বিএনপির রাজনীতি হারিয়ে গেছে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫৩, ৫ মে ২০১৭

আওয়ামী লীগের উন্নয়নের ধারায় বিএনপির রাজনীতি হারিয়ে গেছে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৪ মে ॥ আওয়ামী লীগের উন্নয়নের ধারায় বিএনপি রাজনীতি হারিয়ে ফেলেছে। রাজনীতি হারিয়ে বিএনপি এখন নতুন ইস্যু নিয়ে এসেছেÑ আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে হলে নির্বাচনে যাবে। বিএনপি একেক সময় একেক ধরনের নির্বাচন নিয়ে দাবির কথা উল্লেখ করে বলেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। কেননা, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উল্লিখিত কথাগুলো বলেন। জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ। কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়ে এক শ্রেণীর সুশীল সমাজের প্রতিক্রিয়ায় হানিফ আরও বলেন, এরা জ্ঞানপাপী ছাড়া কিছুই নয়। বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, আগামী নির্বাচনে আর সে ভুল করবে না। কারণ যে ভুল করে, তাকেই ভুলের খেসারত দিতে হয়। এর আগে দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন।
×