ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী সপ্তাহে খালেদা জিয়া নির্বাচনী রূপরেখা দেবেন ॥ আলাল

প্রকাশিত: ০৫:৫২, ৫ মে ২০১৭

আগামী সপ্তাহে খালেদা জিয়া নির্বাচনী রূপরেখা দেবেন ॥ আলাল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে জাতীয় নির্বাচনের আয়োজন করলে বিএনপি তাতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিলেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘এটি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। আগামী সপ্তাহে যে কোন দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে নির্বাচনী রূপরেখা উপস্থাপন করবেন।’ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী দল গোছাতে বিএনপি ৫১টি টিম গঠন করে। টিমগুলো ইতোমধ্যে জেলা পর্যায়ে প্রতিনিধি সম্মেলন শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যশোরে প্রতিনিধি সম্মেলনটির আয়োজন করা হয়। এতে বক্তৃতাকালে সাবেক যুবনেতা আলাল বলেন, ‘মানুষের জীবনে দুর্বিষহ যন্ত্রণা চাপিয়ে দিয়েছে এ সরকার। মনে হয়, বাংলাদেশে যেন পর্তুগিজ জলদস্যুরা সরকার পরিচালনা করছে। এর থেকে পরিত্রাণে উজ্জীবনী শক্তি হিসেবে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মান জরুরী।’ জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কু-ু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমেলেন্দুকুমার দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য এ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, ফিরোজা বুলবুল কলি, সাবিরা ইসলাম মুন্নি, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, যুবদল নেতা তমাল আহমেদ প্রমুখ। জেলা বিএনপির প্রতিনিধি সভায় জেলা-উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘এ সরকার যদি মানুষের হৃদয়ের ভাষা না বোঝে, গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার না দিয়ে যদি ভোট দেয় তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘এর আগে ২১ বছর অপেক্ষার পর তারা ক্ষমতায় এসেছিল। এবার সে অপেক্ষা হবে অনন্তকালের। আর এটা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে কারণে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগে কাউয়া ঢুকে গেছে।’ আর আওয়ামী লীগের সেই কাউয়ারা বাইরে থেকে ময়লা এনে দলে ফেলছে।’
×