ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিং

সেই ১৯৩-এ আছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৮, ৫ মে ২০১৭

সেই ১৯৩-এ আছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ বাছাই পর্বের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে ৩-১ গোলে লজ্জাজনক হারের পর থেকেই রসাতলে চলে যায় বাংলাদেশের পুরুষ ফুটবল। এর কুপ্রভাব পড়ে ফিফা র‌্যাঙ্কিংয়েও। বৃহস্পতিবার ফিফা র‌্যাঙ্কিংয়ের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে আগের মতোই নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে জঘন্য অবস্থানেই রয়ে গেছে বাংলাদেশ (১৯৩)। উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। তবে সাফ অঞ্চলে বাংলাদেশের চেয়েও বাজে অবস্থায় আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। তারা আছে যথাক্রমে ১৯৭ এবং ২০১ স্থানে। যে ভুটানের কাছে বাংলাদেশ হেরেছিল, তাদের অবস্থান ১৬৪তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তাদের অবস্থান ১০০তম। সাফের বাকি দেশগুলোর অবস্থান হচ্ছে মালদ্বীপ (১৫২), নেপাল (১৭৩)। এশিয়ার শীর্ষ দশ দেশ হচ্ছে যথাক্রমে : ইরান (২৮), দক্ষিণ কোরিয়া (৪৩), জাপান (৪৪), অস্ট্রেলিয়া (৫০), সৌদি আরব (৫২), উজবেকিস্তান (৬০), সংযুক্ত আরব আমিরাত (৭৫), সিরিয়া (৮০), চীন (৮১) এবং কাতার (৮৯)। শীর্ষ দশ দেশের র‌্যাঙ্কিংয়েও কোন হেরফের হয়নি। আগের মতোই এক থেকে দশে আছে যথাক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, চিলি, কলম্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং স্পেন। সবচেয়ে বেশি নয় ধাপ উন্নতি করেছে আফ্রিকার দেশ মাদাগাস্কার (১১১)। আর সবচেয়ে বেশি ১৪ ধাপ অবনমন হয়েছে আফ্রিকারই আরেক দেশ মালাওয়ির (১১৪)। ফিফার সদস্য ২১১ দেশ। সর্বনিম্ন ২০৫ নম্বরে যৌথভাবে এ্যাঙ্গলিয়া, বাহামা, ইরিত্রিয়া, জিব্রালটার, সোমালিয়া এবং টোঙ্গা।
×