ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন অ-১৮ জাতীয় ফুটবল

টাইব্রেকারে ঢাকাকে হারিয়ে শিরোপা বিকেএসপির

প্রকাশিত: ০৪:১৬, ৫ মে ২০১৭

টাইব্রেকারে ঢাকাকে হারিয়ে শিরোপা বিকেএসপির

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিশোধ নেয়া হলো না ঢাকা জেলা ফুটবল দলের। যদিও খেলায় আগে গোল করে এগিয়ে গিয়েছিল তারাই। কিন্তু সেই সুখ কপালে সয়নি তাদের। গোল হজম করে বসে তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর ‘টাইব্রেকার’ নামের ভাগ্যপরীক্ষা। আর তাতে বিকেএসপির কাছে ৪-২ (১-১) গোলে হেরে হতাশার অনলে দগ্ধ হতে হয় তাদের। ‘ওয়ালটন জাতীয় অনুর্ধ-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে’র ফাইনালে বৃহস্পতিবার এমন দৃশ্যই দেখা গেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে মিরাজুল ইসলাম ইরফানের শট জালে জড়াতেই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে বিকেএসপির ফুটবলাররা। সদলবলে শুরু হয় উচ্ছ্বাস। তাতে শরীক হন বিকেএসপির কর্মকর্তারাও। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। এই আসরেই ৪-২ গোলে ঢাকাকে হারিয়েছিল তারা। তবে বৃহস্পতিবার এত সহজে ‘বৃহস্পতি তুঙ্গে’ হয়নি তাদের। জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তাদের। যদিও পুরো ম্যাচে তাদের আধিপত্যই ছিল বেশি। অথচ তারাই কি না আগে গোল হজম করে বসে। ম্যাচের ৫৪ মিনিটে ডানপ্রান্তে মোহাম্মদ ইসমাইলের কর্নারে চমৎকার হেডে গোল করে ঢাকাকে এগিয়ে নেন মিডফিল্ডার মোহাম্মদ রায়হান (১-০)। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৭ মিনিটে দূরপাল্লার গোলে সমতায় ফেরে বিকেএসপি। জয়নাল আবেদীন দীপুর প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা শট খুঁজে নেয় ঢাকার জাল। ঢাকার গোলরক্ষক শাহীন সর্দার ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি (১-১)। যদিও ম্যাচে শাহীন বেশ কটি নিশ্চিত গোল বাঁচিয়ে নজর কাড়েন। ৮২ মিনিটে দীপুর জোরালো শটটি যেভাবে ফেরান শাহীন তা ছিল এক কথায় অনবদ্য। বাকি সময়ে আর কোন দল গোল না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও প্রচুর আক্রমণ করেও গোলের সন্ধান পায়নি বিকেএসপি। টাইব্রেকারের চিন্তা মাথায় রেখে ঢাকার কোচ আবুল হোসেন গোলরক্ষক পরিবর্তন করেন। রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে সফলও হয় ঢাকা। কিন্তু পেনাল্টি শূটআউটে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় তাদের। বিকেএসপির চার ফুটবলার গোল করলেও ব্যর্থ হন ঢাকার দুই ফুটবলার। বিকেএসপির জয়ে টাইব্রেকারে লক্ষ্যভেদ করেন ফাহিম মোর্শেদ, মিরাজুল ইসলাম ইরফান, জয়নাল আবেদীন দীপু ও মেরাজ হোসেন অপি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিকেএসপি ট্রফি ও নগদ এক লাখ টাকা এবং রানার্সআপ ঢাকা জেলা ট্রফি ও মেডেলসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি পায়। ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চূড়ান্তপর্বের সর্বোচ্চ গোলদাতা (৪টি, সাইফ শাহরিয়ার, ঢাকা জেলা), সেরা খেলোয়াড় (মেরাজ হোসেন অপি, বিকেএসপি) ও ফাইনালের ম্যাচসেরাকে (শান্ত কুমার রায়, বিকেএসপি) ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।
×