ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়াসিরের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ

প্রকাশিত: ০৪:১৪, ৫ মে ২০১৭

ইয়াসিরের ঘূর্ণিতে দিশেহারা উইন্ডিজ

চতুর্থদিনে ৯০ রানের বিনিময়ে ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের এই স্পিনার, দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ২৬৪/৯ স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টেও প্রথম টেস্টের পুনরাবৃত্তি। এবারও দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহর ঘূর্ণিতে টালমাটাল হয়ে পড়েছে স্বাগতিকরা। ৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৯ উইকেট হারিয়ে চতুর্থদিনের খেলা শেষ করে জেসন হোল্ডারের দল। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৬৪ রান। দুর্দান্ত বোলিং করে মূল্যবান ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছেন ইয়াসির শাহ। বুধবার ১ উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই শিমরন হেটমেয়ারকে (২২) হারায় তারা। প্রথম সেশনে উদ্বোধনী ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েটও ৪৩ রান করে সাজঘরে ফিরে গেলে বেশ বিপাকেই পড়ে যায় স্বাগতিকরা। সে সময় ওয়েস্ট ইন্ডিজের দলীয় স্কোর ছিল ৯৭। বিনিময়ে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বিপর্যস্ত দলকে প্রায় একাই টেনে তুলার দায়িত্ব নেন শাই হোপ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটে তিনটি অর্ধশতাধিক রানের জুটি গড়ার পেছনে প্রধান অবদান ছিল হোপের। এ তিনটি জুটিতে ভর করেই কিছুটা সম্মানজনক অবস্থানে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টোন চেস ও ভিসাল সিং খেলেছেন যথাক্রমে ২৩ এবং ৩২ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানের লিড পায় তারা। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে দিনের প্রথম ভাগটাতে বেশ ভালভাবেই দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কিন্তু শেষ ভাগটাতেই জ্বলে ওঠেন ইয়াসির শাহ। সিরিজের প্রথম ম্যাচের মতো বার্বাডোজে দ্বিতীয় ম্যাচের চতুর্থদিনেও অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। বুধবার শেষ বিকেলে ব্যক্তিগত ৯০ রানে ইয়াসির শাহর ডেলিভারিতে আজহার আলির হাতে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজের চার নম্বর ব্যাটসম্যান শাই হোপ। পরে আরও তিন উইকেট তুলে নিয়ে ইয়াসির শাহ ছেঁটে দেন ক্যারিবীয় ব্যাটিংক্রমের লেজও। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩৯ ওভারের স্পেলে ৯০ রানে ৬ উইকেট শিকার ইয়াসির শাহর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট বারবাডোজে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। রোস্টর চেজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৩১২ রানে। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৯৩। আজহার আলী সেঞ্চুরি ও অধিনায়ক মিসবাহ উল হক করেন ৯৯ রান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান।
×