ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফায়ার ফাইটার্স ডে পালিত

প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন কাজ চলছে

প্রকাশিত: ০৪:০১, ৫ মে ২০১৭

প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন কাজ চলছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপনের কাজ চলছে। সেই সঙ্গে চলছে ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও দায়িত্ব পালনকালে হতাহত ফায়ার সার্ভিসের কর্মীদের পরিবারের সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে-২০১৭ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ছাড়াও দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তারা। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান (অব) জানান, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে ১০ ফায়ার ফাইটার নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। ফায়ার ফাইটাররা জীবন বাজি রেখে প্রতিনিয়ত জীবন ও সম্পদ রক্ষা করে যাচ্ছেন। অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে ফায়ার ফাইটারের সদস্যরা বেশী সক্ষমতা অর্জন করেছেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি বুশ ফায়ার ফাইটিংয়ে ৫ জন ফায়ার ফাইটার নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ৪ মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে পালিত হয়ে আসছে। বাংলাদেশে দুই বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
×