ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এ্যাজমা দিবস পালন

প্রকাশিত: ০৪:০০, ৫ মে ২০১৭

বিশ্ব এ্যাজমা দিবস পালন

২ মে বিশ্ব এ্যাজমা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘এ্যাজমা রোগে নির্মল বায়ু প্রশান্তি ভরা দীর্ঘ আয়ু।’ এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিবারের মতো এবারও যথাযথ উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করছে। এই উপলক্ষে সকাল ৯টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডাঃ বশীর বশীর আহাম্মদ, মহাসচিব ও পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহেদুর রহমান খানসহ এ্যাজমা এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সকল চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ডাঃ নারায়ণ চন্দ্র দত্ত নিতাই অডিটরিয়ামে র‌্যালি পরবর্তী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ বশীর আহাম্মদ এবং স্বাগত বক্তব্য রাখেন এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহেদুল রহমান খান। এছাড়াও বেলা সাড়ে ১২টায় ডাঃ নারায়ণ চন্দ্র দত্ত নিতাই অডিটরিয়ামে এ্যাজমা রোগের সর্বশেষ আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।সায়েন্টিফিক সেমিনারে এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রাক্তন সভাপতি ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালকবৃন্দ অধ্যাপক ডাঃ মোঃ শফিউল্লাহ, অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডাঃ রাশিদুল হাসান, অধ্যাপক ডাঃ আলী হোসেনসহ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপকবৃন্দ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×