ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০০, ৫ মে ২০১৭

টুকরো খবর

রাজবাড়ীতে ব্যবসায়ী খুন নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৪ মে ॥ জমিজমা ও ব্যবসায়িক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৮) প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। এসআই জাহিদ হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে পাংশা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাধা দিতে গেলে তার বাবা লিয়াকত আলীও আহত হয়। তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাল্যবিয়ে বন্ধের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মে ॥ ‘বাল্য বিবাহ নারী মাতৃ-মৃত্যুর হার বাড়ায়’- এ সেøাগানকে সামনে রেখে আশুলিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান বাল্যবিবাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান ‘কারিতাস’- বাংলাদেশ এর প্রচেষ্টা প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে এবং বকসি আদর্শ পাবলিক স্কুলের আয়োজনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন জিরানী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। বাল্যবিবাহ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, বিবাহ যদি হতে হয় ১৮ এর নিচে নয়সহ নানা সেøাগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। বৃদ্ধা ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে ৭৫ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিত বৃদ্ধা এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক দুলাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এ বিষয়ে বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের ৭৫ বছরের এক অসুস্থ বৃদ্ধা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের দুলাল মিয়া ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে ধর্ষণ করে। বৃদ্ধার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক দুলাল মিয়া পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যানজটে আটকাপড়া বাসে গণডাকাতি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ মে ॥ মির্জাপুরে যানজটে আটকাপড়া যানবাহনে গণডাকাতি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর রেলস্টেশন বাইপাস এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী এবং গাড়ির স্টাফরা আনোয়ার নামে এক ডাকাতকে ধরে ফেলে। তার বাড়ি উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে। ডাকাত দল মুরগি ব্যবসায়ীর ৪ লাখ ও চাল ব্যবসায়ীর ২৯ হাজার টাকাসহ কমপক্ষে ৮টি যানবাহন থেকে প্রায় ৫ লাখ টাকা লুটে নেয়। এছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ডাকাতরা ছিনিয়ে নেয়। খুনীদের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ মে ॥ আওয়ামী লীগ নেতা কবির গাজীর ছেলে ছাত্রলীগ কর্মী অভি গাজীর খুনীদের গ্রেফতারের দাবিতে স্বেচ্ছাসেবকলীগ ও এমবি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেনÑ কাউন্সিলর আল-আমিন সরদার, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের মাদ্রাসা সড়কের কালভার্ট এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে অভি গাজীকে খুন করে। হামলায় আহত শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের শ্যালকের হামলায় চিকিৎসাধীন শ্রমিক মোঃ আজাদের (৩০) মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্বজনরা। বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর বান্দরোডে শেবাচিম হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে প্রায় আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রং মিস্ত্রি আজাদ ওই এলাকার কেরামত আলীর পুত্র। নিহতের মামাত ভাই শামীম বলেন, কাউন্সিলর ফিরোজ আহমেদের শ্যালক কবির হোসেন গত ৩০ এপ্রিল গ্রিলে রং করানোর জন্য রং মিস্ত্রি আজাদকে খবর দেন। আজাদ গ্রিল আনার জন্য কবির হোসনকে বললে তিনি তা আজাদকে নিয়ে আসতে বলেন। এতে আজাদ অপরাগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে কবির হোসেন ও তার সহযোগীরা দেয়ালের সঙ্গে আজাদের মাথা থেঁতলে দেয়। গুরুতর আহত অবস্থায় রং মিস্ত্রি আজাদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় আজাদ মারা যায়। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ মে ॥ বাউফলের নাজিরপুর ইউনিয়নের দক্ষিণ সুলতানাবাদ গ্রামে বৃহস্পতিবার সকালে পুকুরে ডুবে রাশেদুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মৃত শহীদ রাঢ়ীর ছেলে। সবার অগোচরে খেলতে গিয়ে সে বাড়ির পুকুরে পড়ে পড়ে যায়। বরিশালে নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্রীর মধ্যে আঁখি ও সুমাইয়া আক্তার নামের দুজনকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও গড়িয়ারপার এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বানারীপাড়া উপজেলায় তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। সূত্রমতে, উদ্ধার হওয়া দুই ছাত্রী হলোÑ বানরাীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আঁখি ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার। একই ঘটনায় নিখোঁজ বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তারকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঝিনাইদহে সংঘর্ষে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মে ॥ আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পরানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। সদর থানার ওসি জানান, পরানপুর গ্রামে দুটি সামাজিক দল আছে। এক দল হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম সমর্থক। আরেক দল সাবেক চেয়ারম্যান খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ সমর্থক। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। তার জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ ঢাল, তলোয়ার, রামদা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চাঁপাইয়ে আম নামানোর সময় নির্ধারণ স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ এবারও গাছ থেকে আম নামানোর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আম ক্যালেন্ডার প্রণয়ন বিষয়ক সভায় সময়সীমা বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০ মে’র আগে গাছ থেকে কোন আম নামানো যাবে না। ওইদিন (২০) থেকে কেবল গুটি জাতের আম নামানো যাবে। তবে বাণিজ্যিক জাতের আম নামাতে হবে ২৫ মে থেকে। শুরুতেই অর্থাৎ ২৫ মে থেকে গোপাল ভোগ আম নামানো যাবে। হিমসাগর বা ক্ষিরসাপাত আম নামানো যাবে ২৮ মে থেকে। এভাবে ল্যাংড়া বা বোম্বাই ৫ জুন থেকে, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১ জুলাই থেকে নামানো যাবে। নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী মারা গেছে। তার নাম মাহমুদা আক্তার (৭)। কাপাসিয়া উপজেলার বিকারটেক এলাকার রেনু মিয়ার মেয়ে মাহমুদা স্থানীয় বিকারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জানা যায়, কাপাসিয়ায় বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে বুধবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মাহমুদা। দীর্ঘ সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন এবং এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময়ে নদীর পাড়ে তার জামা কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা নদীতে খোঁজ শুরু করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে বুধবার মধ্যরাতে নদী থেকে মাহমুদার লাশ উদ্ধার করা হয়। দিনাজপুরে পাল্টাপাল্টি মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চাঁদাবাজি মামলায় গ্রেফতারকৃত দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুর পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তি বাবুকে দ্রুতবিচার আইনে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী বাসু, উত্তম রায়, বিভাষ বিশ্বাস, প্রেম নাথ রায়, অরুণ সরকার, সুনিল চক্রবর্তী, অতুল চন্দ্র বর্মণ, বিজয় কৃষ্ণ কু-ু ভাইয়া, খগেন্দ্র নাথ শীল, গৌরঙ্গ রায়, বাচ্চু কু-ু, শিশির সরকার, আবুল কালাম আজাদ, ইমদাদুল হক মিলন, মোঃ সালাহ উদ্দিন আহমেদ। পৌর কাউন্সিলর মুক্তি বাবুর বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা উল্লেখ করে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন কাঞ্চন কলোনিবাসী।
×