ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবহন নেতা হত্যা

তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৩:৫৯, ৫ মে ২০১৭

তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পরিবহন নেতা ফরহাদ হোসেন চৌধুরী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা মালিক শ্রমিক যৌথ পরিষদের নেতৃবৃন্দ গত ১৩ মার্চ নৃশংসভাবে খুন হওয়া জেলা ফরহাদ হোসেন চৌধুরী হত্যা মামলার একাধিক পলাতক আসামিদের গ্রেফতার ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের দাবি জানানো হয়। এই হত্যা মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৪ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিলিং মিশনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা আরও অনেক হত্যাকারীকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। হত্যা ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন বলে অভিযোগ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বোচাগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাদ হোসেন সঠিকভাবে তদন্ত না করায় মামলাটি স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে কাঁদলেন ‘লাঞ্ছিত’ আওয়ামী লীগ নেতা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। কোন দিন অন্যায়ের সঙ্গে আপোস করিনি। কোন অনৈতিক সুবিধা গ্রহণ করিনি। তার প্রতিদানে এই বৃদ্ধ বয়সে প্রকাশ্যে লাঞ্ছিত হতে হচ্ছে। এই অপমান নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল।’ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করতে এসে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন মতিয়ার রহমান সিকদার। তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদের ক্যাডারদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। মতিয়ার রহমান ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ে তিনি হেরে যান। সংবাদ সম্মেলনে মতিয়ার রহমান সিকদার বলেন, ‘নির্বাচনে আমি নৌকা প্রতীক পেলেও মুছা মাহমুদ আমার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দেন। তার ক্যাডাররা আমার ইউনিয়নে বোমা হামলার ভয় দেখিয়ে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করে। নির্বাচনের পর মুছা মাহমুদের লোকজন আমার ঘের দখল করে নিয়েছে। এর প্রতিবাদ করায় গত ২ মে মুছা মাহমুদ তার সন্ত্রাসী ভাই ইলিয়াস, ছাত্রদল ক্যাডার রিংকুসহ ২০-৩০ জনকে দিয়ে আমাকে প্রকাশ্যে অপমান করিয়েছেন। নদীর তীর সংরক্ষণ কাজ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ মে ॥ টাঙ্গন নদীর ভাঙ্গন থেকে স্থানীয় সম্পদ রক্ষার লক্ষ্যে পীরগঞ্জ উপজেলার বাজারদেহা গ্রামে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে টাঙ্গন নদীর ভাঙ্গনকবলিত ৩শ’ ৫০ মিটার তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড। জঙ্গীরোধে সমাবেশ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধকল্পে বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা বিভাগীয় সমাবেশ করেছেন। মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টাউন হলের এ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনের এ সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার মুক্তিযোদ্ধারা যোগ দেন। কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শেদ বীরবিক্রম, মহাসচিব এমদাদ হোসেন মতিন, মাহবুবুল হক বাবুল চিশতি প্রমুখ।
×