ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: ০৩:৫৮, ৫ মে ২০১৭

যশোরে পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বোরো ধান কাটার আগে কৃষকের চোখে-মুখে থাকে আনন্দের ঝিলিক। ক্ষেতের সোনালি ধান উঠবে ঘরে। ধান বিক্রির টাকায় শোধ হবে মহাজনের দেনা। ঘুচবে পরিবারের অভাব। কিন্তু এবার যশোরের বিভিন্ন উপজেলায় চাষীদের স্বপ্ন ভেসে গেছে ভারি বৃষ্টিতে। বিস্তীর্ণ এলাকায় ধানগাছ, যা সোনালি বর্ণ ধারণ করেছিল, এখন পানির নিচে। ক্ষতিগস্ত কৃষক পরিবারগুলোতে এখন শুধুই হাহাকার। ক্ষতি খানিকটা পুষিয়ে নিতে প্রাণান্ত চেষ্টায় পানির মধ্যে কাঁচি চালাচ্ছেন তারা। শ্রমিক সঙ্কটের কারণে বহু কৃষকের ধান পচে নষ্ট হচ্ছে পানিতেই। বাঘারপাড়া উপজেলার দরাজহাট ও রায়পুর ইউনিয়নের অংশে অবস্থিত বিল জলেশ্বর। বিশাল এ বিলে ৯০ ভাগ ধানই তলিয়ে যায় সাম্প্রতিক বৃষ্টিতে। জিরা মিনিকেট, হাবু ও বাসমতি ৫০ ধানের আবাদ হয়েছিল এখানে। বৃষ্টির আগে কোন কোন চাষী জিরা মিনিকেট ধান কেটে রেখেছিলেন বিলের মধ্যেই। এদের মধ্যে পাইকপাড়া গ্রামের কৃষক মাধবের সাড়ে চার একর, গোলকের সাড়ে তিন একর আর জলিলের চার একর কাটা ধান পানিতে তলিয়ে যায়। অবশ্য বাড়তি টাকা খরচ করে সামান্য কিছু ধান উদ্ধার করতে পেরেছেন বলে জানান তারা। পারমাণবিক বিদ্যুত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের মনিটরিং কমিটির নিয়মিত সভা বৃহস্পতিবার সকালে পাকশীর বাংলা কুঠিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগীয় কমিশনার নূরউর রহমান, রাজশাহীর ডিআইজি খুরশিদ আলম, কুষ্টিয়ার ডিসি আবু রায়হান, পাবনার ডিসি রেখা রানী বালো, উপ-সচিব মঈনুল ইসলাম, জিহাদুল কবীর, রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের পিডি ড. শওকত আকবর, ইউএনও শাকিল মাহমুদ, প্রকল্পের এডিএম রুহুল কুদ্দুস ও ওসি আব্দুল হাই তালুকদার। জ্ঞান-বিজ্ঞানের মৌলিক নির্যাস দর্শন ॥ চবি ভিসি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞান-বিজ্ঞানের মৌলিক নির্যাস হচ্ছে দর্শন। আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীদিনে বিশ্ব সভায় বাংলাদেশকে উপস্থাপন করবে ভিন্ন উচ্চতায়। তরুণ সমাজকে সকল প্রকার অশুভ শক্তি নিধন করে সত্য, সুন্দর, কল্যাণ ও আনন্দকে ধারণ করে মানবিক মূল্যবোধসমৃদ্ধ আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য ড. শিরীন আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ। ড. এএইচএম আবু বকরের সভাপতিত্বে- প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, প্রফেসর ড. এম শফিকুল আলম প্রমুখ।
×