ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুটি মার্সিডিজ গাড়ি উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৮, ৫ মে ২০১৭

চট্টগ্রামে দুটি মার্সিডিজ গাড়ি উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মুরাদপুর এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে বিলাসবহুল ২ মার্সিডিজ গাড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গাড়ি দুটি উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, উদ্ধার করা গাড়ি দুটির মধ্যে একটি জিপ এবং অপরটি কার। এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। কারনেট সুবিধায় লন্ডন প্রবাসী দুই ব্যক্তি গাড়ি দুটি আমদানি করে ফিরিয়ে না নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে দিয়েছিল। এতে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে। জানা যায়, লন্ডন প্রবাসী মোঃ মনসুর আলী ও মোঃ আশরাফুল ইসলাম গাড়ি দুটি কারনেট সুবিধায় চট্টগ্রামে এনেছিলেন। নিয়মানুযায়ী কারনেট সুবিধায় আনা শুল্কমুক্ত এ গাড়ি আবার ফিরিয়ে নিতে হয়। কিন্তু প্রবাসীদ্বয় এগুলো দেশীয় বাজারে বিক্রি করে দিয়ে চলে যান। জিপটি ব্যবহার করছিলেন বিশ্বজিৎ নামের এক ব্যক্তি। ব্যবসায়ীর চোখ উৎপাটন ॥ আটক তিন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ মে ॥ পূর্বশত্রুতার জের ধরে কালকিনিতে কবির মৃধা (৪২) নামের এক পান ব্যবসায়ীকে অপহরণের পর দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ার চর থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তিনি খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে। তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ বৃহস্পতিবার সকালে তিনজনকে আটক করেছেন। বুধবার রাত ১০টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যবসায়িক কাজে বাঁশগাড়ি থেকে রাজধানীর ঢাকায় যাচ্ছিলেন ওই পান ব্যবসায়ী কবির মৃধা। লঞ্চের জন্য শখিপুর এলাকায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
×