ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কিশোর ও হেলপারসহ নিহত ৯

প্রকাশিত: ০৩:৫৮, ৫ মে ২০১৭

সড়ক দুর্ঘটনায় কিশোর ও হেলপারসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে কিশোর, নীলফামারীতে পিকআপের হেলপার, সাভারে পোশাক শ্রমিক, গাজীপুরে পিকআপ মালিক ও চালক, জামালপুরে দুই পথচারী এবং রাজশাহীতে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল ॥ সদর উপজেলার চরকাউয়া এলাকায় বুধবার রাতে বাসের চাপায় বাশানুর হাওলাদার (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় চরকাউয়া থেকে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। নিহত বাশানুর চাঁদপুরা এলাকার হেলাল হাওলাদারের ছেলে। বাশানুর ঘটনার সময় রাত আটটার দিকে রাগ করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ভ্যানযোগে যাওয়ার সময় পথিমধ্যে দিনার এলাকার আকন বাড়ির সামনে বাশানুরের বাবা-মা তাকে ভ্যান থেকে নামাতে যায়। এ সময় সে লাফ দিলে চরকাউয়াগামী হাক্কানি-৩ বাসের চাপায় গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নীলফামারী ॥ ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ সীমান্ত বাজারে ট্রাক্টর ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান (২০) পিকআপের হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত হেলপার, কোতোয়ালি থানার ঢাগর গ্রামের সুলু মিয়ার ছেলে। জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পিকআপটি ডিমলা ডালিয়া হয়ে হাতীবান্ধার উদ্দেশ যাচ্ছিল। সীমান্ত বাজারে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। সাভার ॥ আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেলটির চালক। নিহত নারী পোশাক শ্রমিকের নাম নাজমা বেগম। সে ডিইপিজেডের ‘গ্রামীণ নিটওয়্যার লিমিটেড’ কারখানায় কাজ করত। বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর ॥ শ্রীপুরে বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কা লেগে পিকআপের মালিক ও চালক নিহত হয়েছে। নিহতরা হলো- দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে পিকআপের চালক আল-আমিন (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের ছেলে পিকআপের মালিক আমিনুল ইসলাম (২৮)। পিকআপ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে যাওয়ার পথে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীপুর পৌর এলাকার আসপাডা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহগামী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালক আল-আমিন ঘটনাস্থলেই নিহত এবং মালিক আমিনুল গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত আমিনুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পরই ট্রাকসহ চালক পালিয়ে গেছে। জামালপুর ॥ সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের তালুকদারবাড়ি মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলো- আব্দুল মান্নান (৭০) ও হাতেম আলী (৭২)। আহত আনিসুর রহমানকে (৫০) সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলার পোগলদিগা ইউনিয়নের পুঠিয়ার পাড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামের আব্দুল মান্নান, হাতেম আলী ও আনিসুর রহমান স্থানীয় বিসমিল্লাহ মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তারাকান্দিগামী পিকআপ ভ্যান (ঢাকা-২৫৩/শ) নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান ও হাতেম আলীকে মৃত ঘোষণা করেন। রাজশাহী ॥ বাঘায় ধানবোঝাই ট্রাক উল্টে সোহেল রানা ও জয়েন মোল্লা নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। বৃহস্পতিবার শেষ রাতে বাঘা উপজেলার কালিদাসখালি চরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পদ্মার চরাঞ্চলের বাসিন্দারা কাজের সন্ধানে নাটোর এলাকায় ধান কাটতে যায়। বুধবার ধান কাটা শেষ করে বৃহস্পতিবার ধানবোঝাই ট্রাক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলে প্রাণ হারায় সোহেল রানা (২৬) ও জয়েন মোল্লা (৩৫)। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
×