ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষার্থীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে খালার মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৭, ৫ মে ২০১৭

পরীক্ষার্থীর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে খালার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৪ মে ॥ ইসলামপুর উপজেলার টংগের আলগায় এবারের এসএসসিতে অকৃতকার্য এক ছাত্রী ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে তার গর্ভবতী খালা। ইসলামপুরের শহীদ জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ জানান, তার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী শারমীন আক্তার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর শারমীন দেওয়াগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা করে। এ সময় তার খালা গর্ভবতী শুকতারা ভাগ্নি শারমীনকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। শারমীন ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের আব্দুস সালামের কন্যা। সে টংগের আলগা গ্রামে নানা আব্দুল লতিফের বাড়িতে থেকে লেখাপড়া করত। নিহত শুকতারা টংগের আলগা গ্রামের আব্দুল লতিফের কন্যা। পরীক্ষার ফল শোনা হলো না মিমের নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে মিম নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে বেলা ১টার দিকে ওই এলাকার মঞ্জুরুল ইসলাম নামে তার খালুর বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়। মিম শহরের কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার মোহর বানিয়ার ছেলে। প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪.৫১ পেয়েছে। মিমের চাচা সুমন ও স্থানীয়রা জানান, রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী মিম প্রায় ৫ বছর ধরে পীরজাবাদ দরগারপাড়া এলাকায় তার খালু মঞ্জুরুলের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। এবারে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল সে। ঝিনাইদহ ক্যাডেটে শতভাগ জিপিএ-৫ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মে ॥ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও শতভাগ এসএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন এ কলেজ থেকে ৫২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র। ঝিনাইদহ ক্যাডেট কলেজ অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফল অর্জন করা সম্ভব হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভাল করবে বলেও জানান তিনি। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের চমক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ মে ॥ ২৫টি জিপিএ-৫ পেয়ে এবারও চমক দেখিয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যপীঠ’। কেন্দুয়া উপজেলায় বরাবরের মতো এবারও এ বিদ্যালয়টি এসএসসির ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, এবারের এসএসসি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৬৫ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে মধ্যে ৬৪ জন পাস করেছে। একজনের ফলাফল স্থগিত রয়েছে। ৬৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। এর মধ্যে রয়েছে- বিজ্ঞান বিভাগের ২২ জন, বাণিজ্য বিভাগের একজন ও মানবিক বিভাগের একজন। বাকি ৩৯ জনের প্রত্যেকে এ গ্রেড পেয়েছে।
×