ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ডে কমেছে জিপিএ-৫

প্রকাশিত: ০৩:৫৬, ৫ মে ২০১৭

যশোর বোর্ডে কমেছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা কমেছে। এ বছর পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ। একই সঙ্গে এ বছর জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৪৬০ জন। গত বছর পেয়েছিল নয় হাজার ৪৪৪ জন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫০৩ বিদ্যালয়ের এক লাখ ৫৫ হাজার ৪৫১ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ২২ হাজার ৯৯৫ জন। পাস করাদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৯৭১ জন ও ছাত্রী ৬২ হাজার ২৪ জন। তিনি আরও জানান, মানবিক বিভাগ থেকে ৬০ হাজার ৪৪৯ জন, বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫ জন ও বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন পাস করেছে। চলতি বছর জিপিএ-৫ পাওয়া ছয় হাজার ৪৬০ শিক্ষার্থীদের মধ্যে ছেলে তিন হাজার ৫২৪ জন ও মেয়ে দুই হাজার ৯৩৬ জন। বগুড়ার সাফল্য অব্যাহত স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে বগুড়া প্রথম স্থানে রয়েছে। রাজশাহীর বোর্ডের আওতায় ৮ জেলার মধ্যে বগুড়া থেকে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯২৯ জন। ঘোষিত ফল অনুযায়ী বগুড়া থেকে এবার পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৬৩৭ জন। পাসের হার ৯১ দশমিক ৩৪। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। এখানে ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৯৫ আর মেয়েদের ক্ষেত্রে পাসের হার ৯১ দশমিক ৭৭। এদিকে বগুড়া শহর ও শহরতলির নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল ফলাফল করার ধারাবাহিকতা এবারও অব্যাহত রেখেছে। শহর ও শহর সংলগ্ন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬ শ’ ৫৯ জন। এর মধ্যে ৮টি স্কুলে পাসের হার শতভাগ। জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে আনুপাতিক হারে এগিয়ে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে । এখানকার মোট পরীক্ষার্থী ছিল ২৬১ জন আর জিপিএ ৫ পেয়েছে ২৩৮ জন। বগুড়া জিলা স্কুলের ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩৫ জন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৬৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২৮ জন। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ৩৪৪ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৮৪ জন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের ২৯৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৫৭ জন। পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এ্যান্ড কলেজের ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮০ জন। এসওএস স্কুল ও কলেজের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন। পুলিশ লাইন্স স্কুল ও কলেজ থেকে ২১০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫৪ এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮। সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ, যা গত বছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। পাসের হারের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭টি বেশি। গতবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২ হাজার ২৬৬। সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬।
×