ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বোর্ডে ছেলেরা এগিয়ে

প্রকাশিত: ০৩:৫৫, ৫ মে ২০১৭

কুমিল্লা বোর্ডে ছেলেরা এগিয়ে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ মে ॥ এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯.০৩। তিনটি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। এ বছর শতভাগ পাস করেছে মাত্র ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাসের হার শূন্য তালিকায় রয়েছে ২টি প্রতিষ্ঠান। এ বোর্ডের সম্মিলিত পাসের হারের দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার এ বোর্ডের অধীন ৬টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ১ লাখ ৮৩ হাজার ৮০৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৯৭৯ পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে সম্মিলিত ফলে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৫১ ও মেয়েদের পাসের হার ৫৮ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। এক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৬২ দশমিক ১৮ ও ছেলেদের পাসের হার ৫২ দশমিক ২১ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৪২ দশমিক ৪৫ ও ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৭০ শতাংশ। সম্মিলিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৪৭ হাজার ৯১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৬৩১ জন, এ বিভাগে পাসের হার ৮৪ দশমিক ১৬; মানবিক বিভাগে ৫৪ হাজার ৯৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৬০৯ জন, এ বিভাগে পাসের হার ৪১ দশমিক ১৪ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ হাজার ৯৩১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৭৭১ জন, পাসের হার ৫৬ দশমিক ৫৬ শতাংশ। এবার তিনটি বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ৪ হাজার ৪৫০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২ হাজার ২৯৭ এবং মেয়ে ২ হাজার ১৫৩ । বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩৩৮ , এদের মধ্যে ছেলে ২ হাজার ১৮১ ও মেয়ে ২ হাজার ৫৭। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩০ জন, এদের মধ্যে ছেলে মাত্র ২ জন ও মেয়ে ২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮২ জন, এরমধ্যে ১৪ জন ছেলে ও ৬৮ জন মেয়ে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৬৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৪টি এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১১৯টি। গত বছরের তুলনায় এ বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে ১০৫টি। এদিকে বোর্ডের অধীন ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কে.জি আহমেদ গার্লস হাইস্কুল ও একই উপজেলার পায়েরখোলা আর.এম.বি.আর গার্লস হাইস্কুল। কে.জি আহমেদ গার্লস হাইস্কুল থেকে ২৯ জন এবং পায়েরখোলা আর.এম.বি.আর গার্লস হাইস্কুল থেকে ৩১ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি।
×