ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ বেশি ছেলেরা ॥ পাসে মেয়েরা

প্রকাশিত: ০৩:৫৫, ৫ মে ২০১৭

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ বেশি ছেলেরা ॥ পাসে মেয়েরা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দেশের সর্বোচ্চ। এবার এ বোর্ড থেকে ৯০ দশমিক ৭০ শতাংশ পাস করেছে। এবার রাজশাহী বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ শিক্ষার্থী। শিক্ষােেবার্ডে এক লাখ ৬৭ হাজার ৩৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৮৬ হাজার ৮২০ ও ছাত্রীর সংখ্যা ৮০ হাজার ৫৫২। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার জানান, ফল তুলনামূলক ভাল হয়েছে রাজশাহী বোর্ডে। আগামীতে আরও ভালও ফল কিভাবে করা যায় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এদিকে দেশের ১০ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে পাসের হার সর্বোচ্চ। গত চার বছরের ব্যবধানে তুলনামূলক পাসের হার কম হলেও এবারও শীর্ষস্থানের ধারা অক্ষুণœ রেখেছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ ভাগ। এবার ৫ শতাংশ কমে পাসের হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ৭০ শতাংশে। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৫৯৪ জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন একটি মাত্র স্কুল থেকে কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জ সদরের আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে মাত্র দুজন পরীক্ষার্থী অংশ নিলেও দুজনই ফেল করেছে। এছাড়া ১০০ ভাগ পাসকৃত স্কুলের সংখ্যাও গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ কমেছে। এবার শতভাগ পাস করেছে ৪২৯ শিক্ষা প্রতিষ্ঠান। গতবার শতভাগের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮০০। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হারে মেয়েরা ও জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা। মেয়েরা পাস করেছে ৯১ দশমিক ৪৪ ভাগ আর ছেলেদের পাসের হার ৯০ দশমিক ০১ ভাগ। অপরদিকে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫ আর মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২৭৪ জন।
×