ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভায়োলেন্স আইটেম ব্লক করতে তিন হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

প্রকাশিত: ০৩:৩৫, ৫ মে ২০১৭

ভায়োলেন্স আইটেম ব্লক করতে তিন হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

ফেসবুক ভিডিওচিত্র পর্যালোচনা ও অন্যান্য পোস্টের জন্য আরও তিন হাজার কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছে। ফেসবুকে লাইভ হত্যার ভিডিওচিত্রগুলো কেন তাড়াতাড়ি সরানো হলো না সেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পরই তিন হাজার কর্মী নিয়োগ দেয়া হয়। খবর স্টাফ টেকনোলজির। ইতোমধ্যে ফেসবুক অপসারণের জন্য অপরাধ ও অন্যান্য সন্দেহজনক ঘটনা চিহ্নিত করেছে। ফেসবুকের নিয়মগুলোর বিরুদ্ধে ভিডিও ও পোস্টগুলো সংঘাতকে উস্কে দেয়। থাইল্যান্ডে একটি শিশুকে হত্যার ঘটনায় ও ক্লিভল্যান্ডে খুনের লাইভ ভিডিওসহ এ ধরনের ঘটনাগুলো তাড়াতাড়ি সরানো না হলে সমালোচনার মুখে পড়তে হয় ফেসবুককে। থাইল্যান্ডের লাইভ ভিডিওটি ২৪ ঘণ্টা ফেসবুকে ছিল। বেশিরভাগ ক্ষেত্রে যদি ব্যবহারকারীরা অভিযোগ জানায় তাহলে ঘটনা পর্যালোচনা করা হয় ও সম্ভবত সরিয়ে ফেলা হয়। বিভিন্ন নিউজ রিপোর্টস ও অনলাইন পোস্টগুলো এ ধরনের সহিংসতা ফেসবুকে শেয়ার করার জন্য অনুমোদন দেয়। কোম্পানির জন্য এটি একটি কৌশলগত ভারসাম্য পদক্ষেপ। ফেসবুক চায় না সহিংসতার ভিডিও, সেন্সর হিসেবে কাজ করতে। পুলিশ নিষ্ঠুরতা ও যুদ্ধের বিভীষিকা এ ধরনের ঘটনা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে পোস্ট করতে পারে। প্রতিদিন অনেক অনেক লাইভ ভিডিও এত বেশি আপলোড হচ্ছে যে, এগুলোকে লক্ষ্য রাখা খুব বেশি কঠিন হয়ে পড়ছে, যা দর্শকরা জানে না কী হতে যাচ্ছে। এ অপক্বতা তাদের আবেদনের অংশ। যদিও নেতিবাচক ভিডিওগুলো শিরোনামে চলে আসে। প্রতিদিন ব্যবহারকারীরা যা পোস্ট করে তারা শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ। দূরবর্তী আত্মীয়দের জন্য শক্তিশালী প্রথম পদক্ষেপ পরিবারগুলোর, সাংবাদিকদের নিউজ রিপোর্ট, ভক্তদের জন্য সঙ্গীতশিল্পীর সঙ্গীত পরিবেশন ও দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ দেয়া এগুলো কি ভাল? লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাডার উদীয়মান মিডিয়ার প্রফেসর বেঞ্জামিন বুরগস বলেন, আমরা অনেক অনেক লাইভ ভিডিও থেকে লাভবান ও ইতিবাচক দিক থেকে পরিত্রাণ পেতে চাই না।
×