ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুঃখিত মিশেল, আপনি ওবামার জীবনে প্রথম নারী নন

প্রকাশিত: ০৩:৩৫, ৫ মে ২০১৭

দুঃখিত মিশেল, আপনি ওবামার জীবনে প্রথম নারী নন

মিশেলকে বিয়ের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অন্য এক নারীর সঙ্গে প্রেম করেছিলেন। তার নাম শিলা মিয়োশি জাগের। তিনি বর্তমানে ওহাইওর ইউনিভার্সিটিতে এ্যানথ্রোপলোজি বিষয়ে অধ্যাপনা করছেন। ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম পরিচ্ছন্ন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত থাকলেও তার জীবনের এদিকটি অজ্ঞাত ছিল। মিশেলই ওবামার জীবনে প্রথম নারী নন। খবর মেইল অনলাইন ও টেলিগ্রাফের। ওবামার নিজের জীবনী লেখা বই ‘ড্রিমস অব মাই ফাদার’ থেকে শেলা মিয়োশি জাগের নামে ওই মহিলাকে বাদ দেয়া হয়েছিল। যেখানে তিনি কেবলমাত্র ওবামার অন্য চরিত্রের সঙ্গে সংযুক্ত ছিলেন। কিন্তু রাইজিং স্টার ডেভিড জে গারোরোর মতে, বারাক ওবামার বিয়ের পরও জাগের ওবামার বছরগুলোতে অনেক বেশি ভূমিকা পালন করেছেন। বিয়ের আগে ওবামার সঙ্গে জাগেরের কমপক্ষে এক বছরের সম্পর্ক ছিল বলে ওই বইয়ের দাবি। ১৯৮০ সালের মাঝামাঝি যখন ওবামা ও জাগের শিকাগোতে একসঙ্গে বাস করতেন তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিজেদের একটি দ্বীপ বলে বর্ণনা করেছিল। জাগের গারোরোকে বলেন, ১৯৮৬ সালের শীতকালে যখন ওবামা তার বাবা-মার সঙ্গে সাক্ষাত করতে যান তখন তাদের সম্পর্ক দ্রুত অগ্রসর হয়। কিন্তু জাগেরের বাবা-মা চিন্তা করতেন যে ওবামার বয়স অনেক কম ছিল। কারণ তখন জাগেরের বয়স ছিল ২৩ আর ওবামার বয়স ছিল ২৫। এজন্য জাগেরের বাবা-মা সেসময় ওবামাকে প্রত্যাখ্যান করেছিল। পূর্ব এশীয় প্রোগ্রামের ওহিওর অরবিন কলেজের সহকারী অধ্যাপক এবং পরিচালক ৫৩ বছর বয়সী জাগের গারোরোকে বলেন, এখন ওবামা হঠাৎই খুব উচ্চাভিলাষী হয়ে উঠেছেন।
×