ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীর চূড়ান্তু টিভি বিতর্ক

বিতর্কে এগিয়ে ম্যাক্রন

প্রকাশিত: ০৩:৩৩, ৫ মে ২০১৭

বিতর্কে এগিয়ে ম্যাক্রন

ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার চূড়ান্ত বিতর্কে দর্শক জরিপে প্রতিদ্বন্দ্বী লি পেনের চেয়ে ইমানুয়েল ম্যাক্রন এগিয়ে রয়েছেন। বেশিরভাগ দর্শকই তাকে সম্ভাবনাময়ী হিসেবে মত দিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিতর্কে সন্ত্রাসবাদের মূলোৎপাটন, দেশটির অর্থনীতির ধীরগতি ও ইউরোপীয় ইউনিয়নের সংস্কার নিয়ে নিজেদের যুক্তি প্রদর্শনকালে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যাপক খিস্তি বিনিময়ও ঘটে। খবর বিবিসি অনলাইনের। পরবর্তী রবিবার দেশটিতে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সম্প্রচার মাধ্যম বিএফএম টিভি জানায়, অধিকাংশ ক্ষেত্রে দর্শকের দৃষ্টিভঙ্গি ম্যাক্রনের অনকূলে রয়েছে। জরিপে ৬৩ শতাংশ দর্শক ম্যাক্রনকে বেশি বিশ্বাসযোগ্য হিসেবে নিজেদের মত দিয়েছেন। অর্থনৈতিক ও রাজনৈতিক আগের পটভূমির জন্য লি পেন তার প্রতিদ্বন্দ্বীর কঠোর সমালোচনা করেন। ম্যাক্রনকে ‘আদিম বিশ্বায়নের’ প্রার্থী হিসেবে অভিযুক্ত করেন তিনি। লি পেন বলেন, তার প্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে যে রূপ দিতে চাচ্ছেন, তাতে দেশটি একটি ‘বাণিজ্যিক কক্ষে’ পরিণত হয়ে যাবে। এতে দেশের প্রতিটি নাগরিককে কেবল নিজের বাঁচার লড়াই করে যেতে হবে। পাল্টা অভিযোগে ম্যাক্রন বলেন, ন্যাশনাল ফ্রন্ট নেত্রী লি পেন প্রকাশ্যে মিথ্যা বলে যাচ্ছেন। তার প্রস্তাবের মধ্যে বাস্তব কিছুই নেই। কেবল তিনি জনগণের উদ্বেগকে উসকে দিচ্ছেন। লি পেনকে তিনি আতঙ্ক সৃষ্টির যাজিকা হিসেবে উল্লেখ করেন। দুই প্রার্থীই মূলত প্রথমদফা নির্বাচনের দোদুল্যমান ১৮ শতাংশ ভোটারকে নিজর দিকে টানতে চেয়েছেন। দেশটিতে এই প্রথম মূল স্রোতের ঐতিহ্যবাহী দুই দলের প্রার্থী ছাড়াই নির্বাচন হচ্ছে। বিতর্কের পুরো সময়টায় দুই প্রার্থী উত্তেজনা ছড়িয়ে গেছেন। ফ্রান্সের ভবিষ্যত পথচলা নিয়ে দু’জনের মতামত ছিল পরস্পর বিরোধী। জনমত জরিপে আগে থেকেই পিছিয়ে ছিলেন লি পেন। কাজেই তিনি আগুপিছু না ভেবে ম্যাক্রনের বিরুদ্ধে সবশক্তি দিয়ে আক্রমণের সিদ্ধান্ত নেন। বিতর্কের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ম্যাক্রনের ব্যাপক সমালোচনা করার পাশাপাশি তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেছেন। বর্তমান শাসন ব্যবস্থাকে কলঙ্কজনক আখ্যা দিয়ে ম্যাক্রনকে তারই অংশ হিসেবে উল্লেখ করেন। তবে ম্যাক্রনের বিরুদ্ধে লি পেনের অভিযোগ ও আপত্তি ছিল অনেকটা অন্তঃসারশূন্য। অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বিষয়ে দেয়া লি পেনের যুক্তি খুব সহজেই খ-ন করেন ম্যাক্রন।
×