ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

প্রকাশিত: ০৭:৩৯, ৪ মে ২০১৭

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট  বিল পাস

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ পাস করা হয়েছে। পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন করে টেকসই এবং উৎপাদনশীল একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে ৩১ জানুয়ারি জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি নিয়ে আলোচনাকালে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধীদলীয় সদস্যরা। কিন্তু সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে ফখরুল ইমামের একটি সংশোধন গ্রহণ করা হয়। প্রস্তাবিত আইনে বিদ্যমান বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার অধ্যাদেশ-১৯৮৪ রহিত করা হয়েছে। তবে ওই অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আগের বিধিবিধান বহাল রাখা হয়েছে। এছাড়া আইনে ইনস্টিটিউটের কার্যালয়, উদ্দেশ্য ও কার্যাবলী, কাউন্সিলের নির্দেশনা, প্রতিপালনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের বিধান রাখা হয়েছে। নতুন আইনে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষিমন্ত্রীকে সভাপতি করে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি এতে উপদেষ্টা পরিষদের সভা ও কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট বিধান উল্লেখ করা হয়েছে। এছাড়া ১১ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বোর্ডের কার্যাবলী, সভা, মহাপরিচালক নিয়োগ, পরিচালক নিয়োগ, কর্মচারী নিয়োগ, তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, চুক্তি সম্পাদন, কমিটি গঠন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।
×