ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাংলায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি ॥ ইমন

প্রকাশিত: ০৬:১৮, ৪ মে ২০১৭

দুই বাংলায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি ॥ ইমন

রুহুল আমিন ভূঁইয়া ॥ আগামী ৫ মে চিত্রনায়ক ইমনের জন্য স্মরণীয় দিন হতে যাচ্ছে। দিনটি ঘিরে রীতিমতো স্নায়ুযুদ্ধের মধ্যে আছেন তিনি। কারণ একই দিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইমনের ফল নির্ধারণ হবে, অন্যদিকে ইমন অভিনীত ‘পরবাসিনী’র মু্িক্ত মিলবে । এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনটি প্যানেলের মধ্যে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন চিত্রনায়ক ইমন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়বেন তিনি। অভিনয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আনন্দ কণ্ঠের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন। এবারই প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার সঙ্গে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও দেশের প্রথম সায়েন্স ফিক্সন সিনেমা ‘পরবাসিনী’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ছবিটি পরিচালনা করেছেন ‘লাল টিপ’ খ্যাত নির্মাতা স্বপন আহমেদ। পরিচালক স্বপন আহম্মেদের নির্মিত দ্বিতীয় সিনেমা এছবি তার আগে তিনি নির্মাণ করেন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা লাল টিপ সেই ছবিতেও অভিনয় করেছিলেন ইমন। লাল টিপ ছবিটিও বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিল সব মহলে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে ইমন আনন্দকণ্ঠকে বলেন, ‘ব্যস্ত বললে একটু কম বলা হবে। এখন মহা ব্যস্ততায় দিন পার করছি। একদিকে নির্বাচন, একই সময়ে দুই বাংলায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। একই দিনে দুটি বড় উৎসব এলো আমার জীবনে। নির্বাচনে ভাল ফল আশা করছি। অন্যদিকে শুধু বাংলাদেশ বা ভারতেই নয়, ?বিশ্বের ১২টি দেশে ‘পরবাসিনী’ মুক্তি দেয়া হচ্ছে।’ তাই ছবি মুক্তি নিয়ে অনেক ব্যস্ততাও আছে। তবে এটা আমার জন্য অনেক আনন্দের। ‘পরবাসিনী’ ছবি সম্পর্কে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও দেশের প্রথম সায়েন্স ফিক্সন সিনেমা ‘পরবাসিনী’। দুই বাংলায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি পরবাসিনী ছবির মাধ্যমে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাংলাদেশে সায়েন্স ফিক্সন সিনেমা করার মতো সাহস কেউ দেখায়নি। সেই ক্ষেত্রে স্বপন আহমেদকে সাধুবাদ জানাচ্ছি এ রকম একটি ছবি নির্মাণ করার সাহস দেখানোর জন্য। এ ছবির শূটিং বিভিন্ন দেশে করেছি। আমার চরিত্রের নাম অণব। আমি একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী, কয়েকটি দেশের তারকাদের সঙ্গে এ ছবির মাধ্যমে কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন হয়েছে? উত্তরে জানান, খুবই ভাল। উর্বশী রাউটেলা বলিউডের স্টার। তার সঙ্গে আমি কাজ করেছি। তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। বাংলাদেশের ছবিতে কাজ করার জন্য সে অনেক আগ্রহী। আমি সবসময় চেয়েছি ভাল করার জন্য। আমি কখনও চাইনি আমার বাংলাদেশের কোন বদনাম হোক। এ ছবিতে আমার বিপরীতে আরও থাকছেন বলিউডের ঋত মজুমদার। সব মিলিয়ে সায়েন্স ফিক্সন ধাঁচের এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। সিনেমা হল নিয়ে কোন পরিকল্পনা আছে আপনার? সেটি তো অবশ্যই আছে। কারণ সিনেমা হল না থাকলে চলচ্চিত্র বাঁচবে না। আমরা যদি শিল্পী সমিতি থেকে নির্বাচিত হই তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আমরা সবাই যদি একসঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীকে বলি, আমাদের সিনেমা হলের অবস্থা নাজুক। এ বিষয় তার হস্তক্ষেপ কামনা করছি। তাহলে আমার বিশ্বাস, তিনি আমাদের কথা শুনবেন। আমাদের ফিরিয়ে দেবেন না। বাংলা চলচ্চিত্রে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? বাংলা চলচ্চিত্রে আমি নিজেকে এমন একটা অবস্থানে দেখতে চাই যে, আমার মৃত্যুর পরও যেন মানুষ আমাকে মনে রাখে। এ রকম কিছু অবদান রেখে যেতে চাই বাংলা চলচ্চিত্রের জন্য। সেটা অভিনয় দিয়ে হোক বা সেবামূলক কাজ দিয়ে হোক। যে কোন দিক দিয়ে হোক বাংলা চলচ্চিত্রে আমি আমার অবদান রাখতে চাই এভাবে। দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন? আমি দর্শকদের এটাই বলব আপনারা বাংলাদেশের একজন তরুণ পরিচালকের সাহস এবং আমাদের চেষ্টা যেটা আমরা করেছি সেটাকে আপনারা সাপোর্ট করবেন। সবাই আমাদের পাশে এসে হলে গিয়ে ছবিটি দেখবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। ইমন-উর্বশী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের অপ্সরা আলী, চাষী আলম, কাজী উজ্জ্বল, সোহেল খান ও দাউদ হোসেন রনি এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, ঋত মজুমদার ও রবি রঞ্জন মৈত্র। এ ছাড়া ভারত, বেলজিয়াম, ফ্রান্স এবং আমেরিকার শিল্পীসহ মোট ১৬টি দেশের শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন। ‘পরবাসিনী’ ছবির কাজ শুরু হয়েছে ২০১২ সালে। শূটিংয়ের কাজ অনেক আগে শেষ হলেও ভিএফএক্সের কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশ, ভারতের কলকাতা- মুম্বাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, হল্যান্ড, জার্মানি এবং জাপানসহ মোট ১০টি দেশে এই ছবির শূটিং হয়েছে। ‘পরবাসিনী’ ছবির গান লিখেছেন সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। ছবি : আরিফ আহমেদ
×