ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার অডিটরের পদোন্নতির পরীক্ষা নিতে বাধা নেই

প্রকাশিত: ০৫:৫০, ৪ মে ২০১৭

পাঁচ হাজার অডিটরের পদোন্নতির পরীক্ষা নিতে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ প্রায় পাঁচ হাজার অডিটরের স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত রিটের শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তনয় কুমার সাহা। পদোন্নতিতে বিভাগীয় পরীক্ষার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে এ রিটটি করেছিলেন তিনি। রিটে অডিটর জেনারেল, জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আইনজীবী তনয় কুমার সাহা বলেন, এর আগে আদালত এক রায়ে অডিটরদের পদোন্নতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। সেই রায় বাস্তবায়নের জন্য এ রিট করা হয়। তবে আদালত বলেছেন, পরীক্ষা ছাড়া পদোন্নতি দিতে হবে এমন কোন কিছু রায়ে ছিল না। তাই রিটটি সরাসরি খারিজ (সামারালি রিজেক্ট) করে দেন।
×