ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধিপত্য বিস্তার নিয়ে চকবাজারে ৩শ’ দোকান বন্ধ

প্রকাশিত: ০৫:৪৮, ৪ মে ২০১৭

আধিপত্য বিস্তার নিয়ে চকবাজারে ৩শ’ দোকান  বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক মারামারির সূত্র ধরে প্রায় ৩০০ দোকান বন্ধ ছিল। দোকান মালিকরা দোকান বন্ধ করে প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। এ ব্যাপারে চকবাজার থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেগমবাজারে ঘটনার সূত্রপাত। সেখানকার ৩১ নম্বর ওয়ার্ড দোকান মালিক সমিতির সভাপতি হাজী মিলটন হোসেন জনকণ্ঠকে বলেন, মার্কেটে প্রায় ৩০০ দোকান রয়েছে। কিছুদিন আগে মিলটন নামে এক স্থানীয় সন্ত্রাসী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় মিলটন লোকজন নিয়ে দোকান মালিক সমিতির অফিসে ব্যাপক ভাংচুর করে।
×