ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়র সাক্কুর গ্রেফতারি পরোয়ানা ও দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন

প্রকাশিত: ০৫:৪৭, ৪ মে ২০১৭

মেয়র সাক্কুর গ্রেফতারি পরোয়ানা ও দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ও দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এই আবেদন করেছেন। আবেদন দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানিয়েছেন, ‘আবেদনের একটি কপি আমাদের সরবরাহ করা হয়েছে। ওই আবেদনে দুদকের দায়ের করা মামলাটি বাতিল চাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। অবকাশের মধ্যেই বা ছুটি শেষে আবেদনের ওপর শুনানি হতে পারে।’ এর আগে ২০০৮ সালে দুদকের করা এক মামলায় গত ১৭ এপ্রিল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ কামরুল হোসেন মোল্লা কুসিক মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তার মালামাল ক্রোকের জন্যও আদেশ দেয় আদালত।
×