ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাকেন ড্রাইভার পিয়ন, এলাকার নেতাকর্মী

অবস্থান না করা ৪৭ এমপির ন্যাম ফ্ল্যাট বাতিল হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মে ২০১৭

অবস্থান না করা ৪৭ এমপির ন্যাম ফ্ল্যাট বাতিল হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অবশেষে ফ্ল্যাটে অবস্থান না করা ৪৭ সংসদ সদস্যের নামে বরাদ্দ দেয়া ন্যামফ্ল্যাট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওসব ফ্ল্যাটে এমপিদের পিয়ন, ড্রাইভার ও নির্বাচনী এলাকার লোকজন বসবাস করে আসছিলেন। একাধিকবার ফ্ল্যাটে অবস্থানের বিষয়ে সংশ্লিষ্টদের নোটিস দেয়া হলেও কর্ণপাত করেননি কেউ। সর্বশেষ প্রধানমন্ত্রীর নির্দেশনার কথায়ও তাদের সাড়া মেলেনি। এ অবস্থায় সরাসরি ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সদস্যদের আবাসন ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ‘সংসদ কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, ন্যামফ্ল্যাটের ৪৪টিতে ড্রাইভার, পিয়ন ও এলাকার দলীয় নেতাকর্মী এবং ৪৭টিতে ভাইবোন ও আত্মীয়-স্বজন থাকেন। তবে ফ্ল্যাটে অবস্থান না করলেও অনেকে বিশেষ ছাড় পাচ্ছেন। ভাইবোন ও রক্তের সম্পর্কের আত্মীয়রা বসবাস করায় আপাতত তাদের ফ্ল্যাট বাতিল না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ সদস্যদের বসবাসের জন্য রাজধানীর মানিকমিয়া এ্যাভিনিউ ও নাখালপাড়ায় ১০টি ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সংসদ সচিবালয়। এক হাজার ৮০০ বর্গফুটের অত্যাধুনিক এসব ফ্ল্যাটের মাসিক ভাড়া ৬০০ টাকা এবং এক হাজার ২০০ বর্গফুট ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪০০ টাকা। সংসদ কমিটির প্রাথমিক তালিকায় ৯১টি ফ্ল্যাটে সংসদ সদস্যদের অবস্থান না করার বিষয়টি উঠে আসে। যেখানে কাজের লোক, ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার বসবাস করছে। যারা টানা তিন বছর ধরেই বহাল তবিয়তে আছেন। এসব ফ্ল্যাটে থাকার সুবাদে সরকারের সকল সুযোগ-সুবিধা নিয়ে ভিআইপি মর্যাদায় দিন যাপন করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সংসদ কমিটির সভাপতি ও প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যারা এমপি হিসেবে বরাদ্দ নেয়া বাসায় থাকেন না তাদের বাসা ছেড়ে দিতে হবে। আমরা এমপিদের চিঠি দিয়েছি। এর মধ্যে এক মন্ত্রী রয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। এর পর উত্তর না পেলে স্পীকারের নেতৃত্বে ওসব এমপিকে ডেকে বলব বাসা ছেড়ে দিতে। আশা করি, এর পর আর কেউ না থেকে বাসা দখলে রাখবেন না। তিনি আরও বলেন, অনেক এমপি আমাদের চিঠির জবাব দিয়েছেন। কেউ বলেছেন বাসায় থাকি, কেউ বলেছেন ফ্যামিলি থাকে। আবার কেউ বলেছেন ছেড়ে দেব। এখন পর্যন্ত ৪ এমপি বলেছেন তারা ছেড়ে দেবেন। প্রধানমন্ত্রী বলার পর এটা তো বাধ্যতামূলক; এর পর তো আর চিঠির প্রয়োজন হয় না, তার পরও আমরা চিঠি দিয়েছি। দেখি তারা কী উত্তর দেয়, যদি কেউ গোপন করে সেটাও তদন্ত করা হবে। বাতিলের তালিকায় ৪৭ এমপির ফ্ল্যাট ॥ বাতিলের তালিকায় থাকা পিয়ন, ড্রাইভার, কাজের লোক ব্যবহার করছে এমন ৪৭টি ফ্ল্যাট হচ্ছে- এক নম্বর ভবনে বরাদ্দ নেয়া নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম বাবুর ১/৪০১ নং ফ্ল্যাট, ঝিনাইদহ-৪ আসনের আনোয়ারুল আজীমের ১/৫০২ নং ফ্ল্যাট, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর ১/৬০১নং ফ্ল্যাট, গাইবান্ধা-৩ আসনের ইউনুস আলী সরকারের ১/৬০৪ নং ফ্ল্যাট, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলীর ১/৭০২ নং ফ্ল্যাট, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকীর ১/৮০৪ নং ফ্ল্যাট, রাজশাহী-৫ আসনের আবদুল ওয়াদুদের ১/৯০২ নং ফ্ল্যাট এবং চুয়াডাঙ্গা-২ আসনের আলী আসগরের ১/৭০৩ নং ফ্ল্যাট। দুই নম্বর ভবনে বরাদ্দ নেয়া নেত্রকোনা-২ আসনের ওয়ারেসাত হোসেন বেলালের ২/১০২নং ফ্ল্যাট, চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের ২/১০৪নং ফ্ল্যাট, যশোর-১ আসনের আফিল উদ্দিনের ২/১০৪নং ফ্ল্যাট, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতনের ২/৩০১নং ফ্ল্যাট, রাজশাহী-৪ আসনের এনামুল হকের ২/৪০৪নং ফ্ল্যাট, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খানের ২/৫০৪নং ফ্ল্যাট, সংরক্ষিত আসনের লুৎফা তাহেরের ২/৬০১নং ফ্ল্যাট, লালমনিরহাট-৩ আসনের আবু সালেহ মোহাম্মদ সাইদের (দুলাল) ২/৭০১ নং ফ্ল্যাট এবং কুমিল্লা-২ আসনের মোহাম্মদ আমির হোসেনের ২/৭০৩ নং ফ্ল্যাট। তিন নম্বর ভবনে বরাদ্দ নেয়া সংরক্ষিত মহিলা আসনের শিরিন নাইমের ৩/১০২ নং ফ্ল্যাট, কাজী রোজীর ৩/৪০১ নং ফ্ল্যাট, লায়লা আরজুমান বানুর ৩/৮০৩ নং ফ্ল্যাট, বেগম মেরিনা রহমানের ৩/৬০৪ নং ফ্ল্যাট, বাগেরহাট-১ আসনের হেলাল উদ্দীনের ৩/৩০৪ নং ফ্ল্যাট এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উবায়দুল মোকতাদির চৌধুরীর ৩/৯০২ নং ফ্ল্যাট। চার নম্বর ভবনে বরাদ্দ নেয়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাক্ষণবাড়িয়া-১ আসনের মোহাম্মদ ছায়েদুল হকের ৪/১০২নং ফ্ল্যাট, ময়মনসিংহ-১১ আসনের ডাঃ এম আমানউল্লাহর ৪/১০৪ নং ফ্ল্যাট, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথের ৪/২০৩নং ফ্ল্যাট, শরীয়তপুর-২ আসনের শওকত আলীর ৪/২০৪নং ফ্ল্যাট, লক্ষ্মীপুর-৪ আসনের মোঃ আবদুল্লাহর ৪/৪০৩নং ফ্ল্যাট, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ৪/৪০৪ নং ফ্ল্যাট এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং-এর ৪/৬০১ নং ফ্ল্যাট। পাঁচ নম্বর ভবনে বরাদ্দ নেয়া টাঙ্গাইল-৭ আসনের মোঃ একাব্বর হোসেনের ৫/২০১নং ফ্ল্যাট, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহীমের ৫/ ৬০৪নং ফ্ল্যাট, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর ৫/২০৪ নং ফ্ল্যাট এবং বরিশাল-৫ আসনের বেগম জেবুন্নেছা আফরোজের ৫/৭০২ নং ফ্ল্যাট। ছয় নম্বর ভবনে বরাদ্দ নেয়া মুন্সীগঞ্জ-৩ আসনের মৃণাল কান্তি দাসের ৬/২০১ নং ফ্ল্যাট, ভোলা-২ আসনের আলী আজমের ৬/২০৩ নং ফ্ল্যাট, ময়মনসিংহ-৮ আসনের মোঃ ফখরুল ইমামের ৬/৪০৪ নং ফ্ল্যাট, ঢাকা-১৩ আসনের জাহাঙ্গীর কবির নানকের ৬/৫০২ নং ফ্ল্যাট, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর ৬/৫০৩নং ফ্ল্যাট, চট্টগ্রাম-১০ আসনের মোঃ আফছারুল আমীনের ৬/৬০৩ নং ফ্ল্যাট, নোয়াখালী-৬ আসনের বেগম আয়েশা ফেরদৌসের ৬/৬০৪ নং ফ্ল্যাট, নারায়ণগঞ্জ-৪ আসনের শামীম ওসমানের ৬/৭০৪ নং ফ্ল্যাট, খুলনা-২ আসনের মুহাম্মদ মিজানুর রহমানের ৬/৮০২ নং ফ্ল্যাট, বরগুনা-১ আসনের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের ৬/৪০৩ নং ফ্ল্যাট, ঢাকা-১০ আসনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ৬/৯০৩ নং ফ্ল্যাট এবং নড়াইল-২ আসনের শেখ হাফিজুর রহমানের ৬/৮০৪ নং ফ্ল্যাট বাতিলের তালিকায় উঠেছে। বিশেষ বিবেচনায় রক্ষা পাওয়া ৪৪ জন ভাইবোন, নিকটাত্মীয় অবস্থান করেন এমন ৪৪টি ফ্ল্যাট আপাতত বাতিল হচ্ছে না। এগুলো হচ্ছে- শেরপুর-৩ আসনের এ কে এম ফজলুল হকের ১/৪০২ নং ফ্ল্যাট, হবিগঞ্জ-৪ আসনের মাহবুব আলীর ১/৪০৩ নং ফ্ল্যাট, চট্টগ্রাম-২ আসনের নজিবুল বাশার মাইজভা-ারীর ১/৮০৪ নং ফ্ল্যাট, ফরিদপুর-১ আসনের আবদুর রহমানের ১/৫০২ নং ফ্ল্যাট, কুড়িগ্রাম-৩ আসনের এ কে এম মাইদুল ইসলামের ৪/৮০১ নং ফ্ল্যাট, জয়পুরহাট-২ আসনের আবু সাইদ আল মাহমুদ স্বপনের ৪/১০১ নং ফ্ল্যাট, কুড়িগ্রাম-২ আসনের তাজুল ইসলামের ৪/২০৩ নং ফ্ল্যাট, ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদের ৪/২০৪ নং ফ্ল্যাট, বগুড়া-৩ আসনের নুরুল ইসলাম তাদুলকদারের ৪/৩০২ নং ফ্ল্যাট, চট্টগ্রাম-১৩ আসনের সাইফুজ্জামান চৌধুরীর ৪/৩০৩ নং ফ্ল্যাট, চট্টগ্রাম-১ আসনের জিয়াউদ্দিন বাবলুর ৪/২০২ নং ফ্ল্যাট, ময়মনসিংহ-৭ আসনের এম এ হান্নানের ৪/৩০১ নং ফ্ল্যাট, জামালপুর-১ আসনের আবুল কালাম আজাদের ৪/৫০৩ নং ফ্ল্যাট, ঢাকা-১৯ আসনের ডাঃ এনামুর রহমানের ৪/৬০২ নং ফ্ল্যাট, রংপুর-৫ আসনের আশিকুর রহমানের ১/৩০৩ নং ফ্ল্যাট, নারায়ণগঞ্জ-৫ আসনের সেলিম ওসমানের ১/৩০৪ নং ফ্ল্যাট, চাঁপাইনবাবগঞ্জ-৫ আসনের গোলাম রাব্বানীর ১/৪০২ নং ফ্ল্যাট, মহিলা এমপি মাহজাবিন মোরশেদের ১/৪০৩ নং ফ্ল্যাট, পাবনা-২ আসনের খন্দকার আজিজুল হকের ১/২০১ নং ফ্ল্যাট, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়ালের ২/১০১ নং ফ্ল্যাট, সিরাজগঞ্জ-৫ আসনের আবদুল মজিদের ২/১০৩ নং ফ্ল্যাট, ঢাকা-৭ আসনের হাজী মোঃ সেলিমের ২/১০৪ নং ফ্ল্যাট, ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ২/২০২ নং ফ্ল্যাট, নেত্রকোনা-৩ আসনের ইফতিকার উদ্দিনের ২/৩০৪ নং ফ্ল্যাট, ঢাকা-১৫ আসনের কামাল আহমেদ মজুমদারের ২/৪০১ নং ফ্ল্যাট, শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাকের ২/৪০২ নং ফ্ল্যাট, মানিকগঞ্জ-৩ আসনের এমপি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের ২/৪০৩ নং ফ্ল্যাট, নারায়ণগঞ্জ-৪ আসনের গোলাম দস্তগীর গাজীর ২/৪০৪ নং ফ্ল্যাট, বগুড়া-১ আসনের আবদুল মান্নানের ২/৫০১ নং ফ্ল্যাট, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমামের ২/৫০২ নং ফ্ল্যাট, নোয়াখালী-২ আসনের গোলাম মোর্শেদের ২/৫০৩ নং ফ্ল্যাট, সিলেট-৪ আসনের ইমরান আহমেদের ৩/১০১ নং ফ্ল্যাট, সিলেট-৩ আসনের মাহমুদ-উস সামাদ চৌধুরীর ৩/২০২ নং ফ্ল্যাট, ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লার ২/২০৩ নং ফ্ল্যাট, টাঙ্গাইল-২ আসনের খন্দকার আসাদুজ্জামান খানের ৩/৪০৪ নং ফ্ল্যাট, কুমিল্লা-৪ আসনের মোঃ ফখরুলের ৩/৫০৩ নং ফ্ল্যাট, নরসিংদী-৪ আসনের নুরুল মজিদ মাহমুদ হূমায়ূনের ৫/৫০৩ নং ফ্ল্যাট, নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরীর ৫/৬০২ নং ফ্ল্যাট এবং ঢাকা-১৮ আসনের আসলামুল হক আসলামের ১/৯০৪ নং ফ্ল্যাট।
×