ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেষ্টা মেটাবে বাতাস থেকে পানি টেনেই

প্রকাশিত: ০৫:৪৩, ৪ মে ২০১৭

তেষ্টা মেটাবে বাতাস  থেকে পানি টেনেই

হতবাক হওয়ার মতোই খবর। এবার একেবারে শুকনো খটখটে বাতাস থেকেও পানি টেনে, শুষে নিয়ে বুকের তেষ্টা মেটানো যাবে। এমনকী, মরুভূমিতেও আর ‘পানি পানি’ চিৎকার করতে হবে না। আর সেটা করা যাবে আমাদের সব সময়ের সঙ্গী সূর্যালোক দিয়েই। এতে খুব একটা অসুবিধাও নেই। কফি খাওয়ার মগের মতো ছোট্ট একটা যন্ত্রই সেই মুশকিল সমাধান করে দেবে। এমন একটি চমকে দেয়ার মতো যন্ত্র উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ইভলিন ওয়াং ও বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ ওমর ইয়াগির নেতৃত্বে এক আন্তর্জাতিক গবেষকদল। কতটা পানি পাওয়া যাবে, জানেন? গবেষকদের দাবি, একটি কোকের ক্যানে যতটা পানি ধরে, এক ঘণ্টায় ততটা পানি শুকনো খটখটে বাতাস থেকে শুধুই সূর্যালোক দিয়ে বানিয়ে ফেলতে পারবে যন্ত্রটি। তবে ওই প্রযুক্তিকে আরও উন্নত করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শুকনো খটখটে এলাকাগুলোতে পানীয় জলের দীর্ঘমেয়াদী সমস্যাও মেটানো যায়। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এর ১৩ এপ্রিল সংখ্যায়। যার শিরোনাম-‘ওয়াটার হারভেস্টিং ফ্রম এয়ার উইথ মেটাল-অরগ্যানিক ফ্রেমওয়ার্কস পাওয়ারড বাই ন্যাচারাল সানলাইট’। সূত্রÑ ‘সায়েন্স’ জার্নাল
×