ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ত্রাণ বিতরণ

ক্ষতিগ্রস্তদের জন্য যা যা দরকার সরকার তা করছে, করবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪২, ৪ মে ২০১৭

ক্ষতিগ্রস্তদের জন্য যা যা দরকার সরকার তা করছে, করবে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩ মে ॥ হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে এসে ১৪ দলের প্রধান সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করা লাগে সরকার করছে এবং করবে। বিনামূল্যে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এখানের মানুষের দুঃখ কষ্ট থাকবে। পানি কমে যাওয়ার পর রোগবালাই নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১২৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। যতদিন প্রয়োজন এই মেডিক্যাল টিম কাজ করবে। মোহাম্মদ নাসিম বলেন, যারা বক্তৃতা দেয় তারা ঢাকায় বসে বক্তৃতা দেয়। খালেদা জিয়া ঢাকায় বসে বিবৃতি দেন। উনি একটি মানুষকেও সাহায্য করেন না। এই হচ্ছে তাদের চরিত্র। শেখ হাসিনার সরকার জনগণের সরকার সেজন্য মানুষের কষ্টে ছুটে এসেছে। রাষ্ট্রপ্রতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রী-এমপিরা ঝাঁপিয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকারসহ ১৪ দলের নেতা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মাঝে থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। বুধবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত এক সমাবেশ এসব কথা বলেন তিনি। এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। পরে সদর উপজেলার লক্ষণশ্রী ও কুরবান নগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এ সময় প্রতিনিধি দলে ছিলেন সাবেক মন্ত্রী দিলিপ বড়ুয়াসহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, হাওড়ের বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য তিন হাজার ৫২৪ মেট্রিকটন চাল এবং নগদ ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা অর্থ সহায়তা দেয়া হচ্ছে।’ এই কর্মসূচী তিন মাস চলবে। সুনামগঞ্জে এবার প্রায় ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। সরকারী হিসেবেই এ জেলায় ৮২ শতাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী জেলার সকল সংসদ সদস্যসহ আবদুল্লা আল নোমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তাসহ ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চল পরিদর্শন করেছেন।
×