ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুড ওয়াটার প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৩, ৪ মে ২০১৭

গুড ওয়াটার প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রায়গঞ্জে পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে গেছে। গ্রামের অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে এই পানি পান করায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। এরই প্রেক্ষিতে গুড নেইবারস বাংলাদেশ ঘুড়কা ইউনিয়নে একটি এবং নলকা ইউনিয়নে দুটি গভীর নলকূপ স্থাপন করেছে। এই সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বুধবার সকালে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) ও বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানি এলজির যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের কু-ুপাড়া গ্রামে এলজি-জিএনবি গুড ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. জং সেক কিম। প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতার।
×