ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মংলায় তুরস্ক নাগরিকের আত্মহত্যা!

প্রকাশিত: ০৪:২৩, ৪ মে ২০১৭

মংলায় তুরস্ক নাগরিকের আত্মহত্যা!

নিজস্ব সংবাদদাতা, মংলা, ৩ মে ॥ বিদেশী জাহাজ ‘এমভি বলবান’ থেকে তুরস্কের নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ওই জাহাজের ক্যাপ্টেন ও অন্যরা লাশটি কেবিন থেকে উদ্ধার করে। লোকাল এজেন্ট সি লিফট স্টিভিডরস্ লিমিটেডের ম্যানেজার দিপক বিশ্বাস বুধবার দুপুর দেড়টায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। দিপক বিশ্বাস জানান, তার পুরো নাম আকসিকি সাকির। তিনি ‘এমভি বলবান’ জাহাজটির ডাঙ্কিম্যান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে ডিউটি শেষে নিজের কেবিনে ঘুমাতে যান। পরদিন সকালে ডিউটিতে না আসায় তার সহকর্মী তাকে ডাকতে কেবিনে যান। এ সময় ওই সহকর্মী আকসেকি সাকিরকে বাঁ হাতের কব্জি কাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জাহাজের ক্যাপ্টেন ও অন্যান্যরা ছুটে আসেন। এরপর তার শরীর পরীক্ষা করে নিশ্চিত হন ‘আকসেকি সাকির’ মারা গেছেন। ধারণা করা হচ্ছে বিষন্নতা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
×