ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল পরিদর্শনে সুইস রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:২৩, ৪ মে ২০১৭

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল পরিদর্শনে সুইস রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ মে ॥ বুধবার শহরের আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান মার্টিন ফোট্স। সকালে তিনি সেখানে গিয়ে পুরো হাসপাতাল ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ অন্য রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতালের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবির, আরএমও ডাঃ মোসনেত আরা বেগম, সহকারী কমিশনার বিতান কুমার ম-ল, কনসালট্যান্ট, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করে হাসপাতালের সার্বিক অবস্থার সন্তোষ প্রকাশসহ সকলকে শতভাগ সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী হরিণমারী এলাকায় দুইবিঘা জমিজুড়ে শতবর্ষী আমগাছ পরিদর্শন করেন এবং গিনেজ বুকে গাছটির বৃত্তান্ত অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করেন।
×