ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নারীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৪:২২, ৪ মে ২০১৭

নেত্রকোনায় নারীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ মে ॥ পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের হলুদহাটি গ্রাম থেকে মিনা আক্তার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার দুপুরে নিজ বসতঘরের বারান্দা থকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কাশেম মিয়ার স্ত্রী। মিনার বাবা আবুল কাশেম পুলিশের কাছে অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর তার শ্বশুরবাড়ির সব লোকজন পালিয়ে গেছে। জানা গেছে, তিন বছর আগে মিনা আক্তারের স্বামী কাশেম মিয়া মারা যান। মিনার (৮) ও মুনাতিম (৩) নামে দুই ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর ভিটাতেই বসবাস করছিলেন তিনি। স্বামীর সম্পত্তি নিয়ে মিনার সঙ্গে ভাসুর মোস্তফা, তিন দেবর আকরাম, কালাম ও সালামের বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিবেশীরা ঘরের বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে জানান। পরে চেয়ারম্যানের খবরের প্রেক্ষিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। বরিশালে পথশিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর ভাটারখাল এলাকা থেকে বুধবার সকালে কলাগাছের সঙ্গে অর্ধঝুলন্ত অবস্থায় ইমন (৯) নামের এক পথশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসানসহ দুই পথশিশুকে আটক করা হয়েছে। জানা গেছে, ইমন ভাটার খালের হালিম শাহ্র দোকানে ভাঙ্গাড়ি বিক্রি করত এবং চাঁদমারির অপরাজেয় বাংলাদেশের পথশিশু সেল্টারে বসবাস করে আসছিল। অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক ফেরদৌসি বেগম জানান, ইমন তাদের সেন্টারে থাকত।
×