ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের ৫৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

প্রকাশিত: ০৪:২২, ৪ মে ২০১৭

চট্টগ্রামের ৫৫ নারী  পেলেন জয়িতা সম্মাননা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যে দেশের প্রধানমন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নারীরা দায়িত্ব পালন করছেন সে দেশে শুধু ৪০ লাখ গার্মেন্টস কর্মী দিয়ে আমরা তুষ্ট থাকতে পারি না। আমরা দেশে ৪শ’ নারী গার্মেন্টস মালিক চাই। নারীদের এগিয়ে যাওয়া মানে পুরুষের পিছিয়ে পড়া নয়। নারী-পুরুষ হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই। বুধবার চট্টগ্রামে বিভাগীয় ‘জয়িতা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। নগরীর ষোলশহর এলাকায় এলজিইডি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৫৫ নারীকে এ সম্মাননা প্রদান করা হয়। দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁরা লাভ করেন সম্মানা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার। এরমধ্যে ৫ জনকে সেরা হিসাবে পুরস্কৃত করা হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয় বিষয়ক দফতরের অতিরিক্ত মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান এবং জেলা প্রশাসক সামসুল আরেফিন। চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবৃত্তিকার মিলি চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা।
×