ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারকের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: ০৪:২১, ৪ মে ২০১৭

প্রতারকের কাছ থেকে ৬ লাখ টাকা  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ মে ॥ প্রতারক জিনের বাদশা জুয়েল মাতাব্বরের কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করে ঢাকার গুলশানের গৃহবধূ নাজিয়া ইসলাম পারুল বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন এ টাকা ভিকটিম পরিবারের কাছে হস্তান্তর করেন। পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ও সংশ্লিষ্টরা জানান, সংসারে শান্তি ফিরেয়ে দেয়ার কথা বলেই গত এক বছরে ভোলার কুঞ্জের হাটের জিনের বাদশা নামে একটি প্রতারক চক্র মোবাইল ফোনের মাধ্যামে প্রতারণা করে ঢাকার গুলশানের গৃহবধূ নাজিয়া ইসলাম পারুল বেগমের কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নেয়। নিরুপায় নাজিয়া ইসলাম তার ভুল বুঝতে পেরে অবশেষে গত ৫ মার্চ এ ঘটনায় ভোলার বোরহানউদ্দিন থানায় ৩০ জনকে আসামি করে একটি মামলা দেন। জুয়েল মাতাব্বরসহ প্রতারক ২০ জিনের বাদশাকে পুলিশ আটক করে। বর্তমানে জুয়েল মাতাব্বর ভোলা জেলহাজতে রয়েছে। জেলে থেকেই জুয়েল ভুল বুঝতে পেরে তার লোকজন দিয়ে গৃহবধূ নাজিয়া ইসলামকে ফেরত দেয়ার জন্য ৬ লাখ টাকা ফেরত পাঠান।
×