ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে শিশু হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:২০, ৪ মে ২০১৭

কিশোরগঞ্জে শিশু হত্যা  মামলায় চারজনের  মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ মে ॥ পাকুন্দিয়া উপজেলার চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু সাকিবুল হাসান টুটুল (১২) হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। এছাড়া রায়ে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়েছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আওলাদ হোসেন ভূঞা আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্ত আসামিরা হলো- পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মোঃ ডালিম, সোহাগ মিয়া, দুলাল মিয়া ও আমিনুল হক। উল্লেখ্য, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কামাল উদ্দিন বাবুর একমাত্র ছেলে সাকিবুল হাসান টুটুলকে ২০১৪ সালের ১২ আগস্ট স্কুল থেকে বাড়ির ফেরার পথে ময়না পাখি দেয়ার নাম করে আসামিরা ভ্যানে করে তুলে নিয়ে যায়। টুটুল স্থানীয় আঃ আউয়াল কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীতে পড়ত। অপহরণের পর আসামিরা টুটুলের মা শাহনাজ নাজনিন ডলির মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে একপর্যায়ে আসামিরা টুটুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ চরকাওনা-জাঙ্গালিয়া সড়কের উত্তর পাশের একটি জঙ্গলে ফেলে রাখে। এ ব্যাপারে টুটুলের বাবা পাকুন্দিয়া থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রথমে দুলালকে গ্রেফতার করে। পরে পুলিশ অপর তিন আসামি ডালিম, সোহাগ ও আমিনুলকে গ্রেফতার করে। আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় এবং তাদের দেখানো মতো লাশও উদ্ধার করা হয়।
×