ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের বিচ্ছেদ বিল ১০ হাজার কোটি ইউরো

প্রকাশিত: ০৩:৫৪, ৪ মে ২০১৭

ব্রিটেনের বিচ্ছেদ বিল ১০ হাজার কোটি ইউরো

ব্রিটেনের ইইউ ছাড়ার বিষয়ে রাজি হয়েছে ২৭ দেশ। তবে এ জন্য বিচ্ছেদ বিল হিসেবে ইইউ ব্রিটেনের কাছে ১০ হাজার কোটি ইউরো দাবি করতে যাচ্ছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১০ লাখ কোটি টাকা। অর্থাৎ বেক্সিটে ব্রিটেনকে বাংলাদেশের চলতি বাজেটের প্রায় ৩ গুণ বেশি অর্থ পরিশোধ করতে হবে। খবর বিবিসি, রয়টার্স ও ব্লুমবার্গের। তবে বেক্সিটের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেভিড ডেভিস জানিয়েছেন, ব্রিটেন এই বিল পরিশোধ করবে না। তিনি বুধবার আইটিভির গুড মর্নিং ব্রিটেনকে জানান, ব্রিটেন ইইউকে সেই অর্থ দেবে যা প্রাপ্য। এর বাইরে তাদের দাবিকৃত কোন অর্থ দেয়া হবে না। ব্রিটেনের কাছে ইইউ অর্থের চাহিদাপত্র দিতে চাচ্ছে, ফিন্যান্সিয়াল টাইমসে এ ধরনের সংবাদ প্রকাশের পরই ডেভিড ডেভিস এ তথ্য জানান। সংবাদ মাধ্যমটিতে জানানো হয়, নিয়ম অনুযায়ী কোন দেশ ইইউ থেকে সরতে চাইলে বিচ্ছেদ বিল হিসেবে তাকে ৬ হাজার কোটি ইউরো পরিশোধ করতে হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×