ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লেনদেনে বাজারে রেকর্ড করেছে বিটকয়েন

প্রকাশিত: ০৩:৫৩, ৪ মে ২০১৭

লেনদেনে বাজারে রেকর্ড করেছে বিটকয়েন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজিটাল মুদ্রা বিটকয়েন লেনদেন বাজারে রেকর্ড করেছে। গত মঙ্গলবার মুদ্রাটি প্রথমবারের মতো ১ হাজার ৪০০ ডলারের উপরে কেনাবেচা হয়। গত মাসে এটির দর সর্বপ্রথম এক আউন্স স্বর্ণের দরকে অতিক্রম করে। ওই সময় দাম ছিল ১ হাজার ২৬৮ ডলার। রয়টার্সের খবরে বলা হচ্ছে, জাপান এখন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিটকয়েনের বৈধতার দেয়ার পথে যাচ্ছে। সে কারণে দেশটিতে মুদ্রাটির চাহিদা ব্যাপক বেড়ে গেছে। ফলে দামও অস্বাভাবিক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিটকয়েনের লেনদেন নিয়ে বিশ্লেষণ করে এমন প্রতিষ্ঠান ক্রিপটেকম্পিয়ার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে বিটকয়েন লেনদেন দেখা গেছে উল্লেখযোগ্য হারে। গত ২৪ ঘণ্টায় জাপানী মুদ্রার বিপরীতে অনলাইন এ মুদ্রায় বিনিময় হয়েছে প্রায় ৫০ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চার্লস হেইটার জানান, জাপানীরা সম্প্রতি বিটকয়েনের দিকে ঝুঁকছে। লেনদেনে এই মুদ্রাকে তারা বৈধতা দিতে যাচ্ছে। সে কারণেই এর দাম হঠাৎ বেড়েছে। এদিকে চীনও মুদ্রাটির ব্যবহার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। চীনা সরকারের মতে, বিটকয়েনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হচ্ছে। দেশটি পাচার বিরোধী অভিযানও শুরু করে। বাড়নো হয় নজরদারি। এ মুদ্রায় মানি লন্ডারিংয়ের মতো বড় কোন সমস্যা ঘটতে পারে কি না তাও ভেবে দেখা হচ্ছে।
×