ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাওড় উন্নয়নে করণীয়

প্রকাশিত: ০৩:৩৯, ৪ মে ২০১৭

হাওড় উন্নয়নে করণীয়

নদী, খাল, বিল, হাওড়-বাঁওড়ের দেশ বাংলাদেশ। বাংলাদেশের ভাটি অঞ্চল বলে পরিচিত নেত্রকোনা, কিশেরাগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটের কিছু অংশে বাংলাদেশের বিখ্যাত সব হাওড়। প্রাচীনকাল থেকেই এই হাওড়কে কেন্দ্র করে কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির বিশাল অংশ জুড়ে রয়েছে এই অঞ্চলের ধান, মাছ ও অন্যান্য নিত্যপণ্যের ভূমিকা। অতিথি পাখির বিশাল বিচরণ ক্ষেত্র এই হাওড় অঞ্চল। কোটি কোটি টাকার ধান উৎপন্ন হয় বোরো মৌসুমে, কিন্তু আগাম বন্যার কারণে অনেক সময় এই ধান ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এজন্য স্থানীয়ভাবে বাঁধ দিয়ে অতিবৃষ্টি ও উজানের পানি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয় প্রতি বছর। কিন্তু দুর্নীতিবাজ কিছু লোকের কারণে এই বাঁধ নির্মাণে অবহেলা করা হয় এবং এজন্য প্রতিবছর হাওড় অঞ্চলের লাখ লাখ কৃষকের ভোগান্তি পোহাতে হয়। হাওড় শুধু এই অঞ্চলের অর্থনীতির প্রাণই নয়, হাসি কান্না, উৎসবের অফুরন্ত উৎসও; এই হাওড়কে কেন্দ্র করে রচিত হয়েছে অনেক সাহিত্য, উপকথা ও ভাটিয়ালী গান, যার অনন্য উদাহরণÑ শাহ আবদুল করিমের মতো সঙ্গীত সাধনের সৃষ্টি। বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহিত্যেও হাওড়ের সুখ-দুঃখের বর্ণনা রয়েছে। এই বছর মনুষ্যসৃষ্ট দুর্যোগে হাওড় অঞ্চলের যে বিশাল ক্ষতি হয়ে গেল তা পূরণ করার জন্য সরকার সচেষ্ট; কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির জন্য এটা হয়তো ভাল ফল বয়ে আনবে না। হাওড়ের ক্ষতি পোষানোর জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে, তাতে হয়ত হাওড়বাসীর কান্না থামবে, কিন্তু প্রাণের উৎসব পালন করা হয়ত হয়ে উঠবে না। হয়ত কোন বিবাহযোগ্য কন্যার বিবাহ জাঁকজমকপূর্ণ হবে না, গানের আসরগুলো লোকে লোকারণ্য থাকবে না, বেঁচে থাকাটাই হয়ত মুখ্য হয়ে উঠবে। শুধু কয়েকজন দুর্নীতিবাজ লোকের জন্য এত এত মানুষের মুখের হাসি ও সুখ হারিয়ে গেল। মানুষের সরলতার সুযোগ নিয়ে যুগ যুগ ধরে এক শ্রেণীর সুবিধাভোগী বহু লোকের কান্নার কারণ হবে, তা মেনে নেয়া যায় না। সময় হয়েছে এদের দমন করার, দেশের উন্নয়ন এদের জন্য বাধাগ্রস্ত হবে, এটা হতে পারে না। ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে, এদের অন্যায় আর সহ্য করা যায় না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এদের মতো দুষ্টচক্রকে দমন করতেই হবে। যখন আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সরকারের নানা উদ্যোগের সুফল পাচ্ছি, তখনই চক্রান্তকারীরা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না যে স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়, আমাদের অর্জনগুলোকে নস্যাত করার জন্য। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে, যে কোন মূল্যে এদের প্রতিরোধ করতে হবে। হাওড় ও হাওড়বাসীকে বাদ দিয়ে এদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এজন্য হাওড় উন্নয়নের জন্য আমাদের করণীয়গুলো সর্বাগ্রে ঠিক করতে হবে। হাওড়বাসীর চির দুঃখ অকাল বন্যার হাত থেকে ফসল ও সম্পদ রক্ষার জন্য সরকারের সুদৃষ্টি প্রয়োজন। বাঘড়া, ময়মনসিংহ থেকে
×