ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার মোবাইল অপারেটারের বিরুদ্ধে প্রীতমের মামলা

প্রকাশিত: ০৩:৩৭, ৪ মে ২০১৭

চার মোবাইল অপারেটারের বিরুদ্ধে প্রীতমের মামলা

স্টাফ রিপোর্টার ॥ অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানÑ গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের বিরুদ্ধে মামলা করেছেন সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন তিনি। অনেক বছর ধরে প্রীতম তার গানের মালিকানা আদায়ের জন্য লড়াই করে আসছিলেন। তার অভিযোগ, অনুমতি ও স্বাক্ষর ছাড়া প্রায় এক দশক ধরে অভিযুক্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো তার কথা ও সুর করা ন্যূনতম ২০টি গান বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। এ বিষয়ে দুই বছর ধরে এইসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রীতম অসংখ্যবার যোগাযোগ ও লিগ্যাল নোটিস পাঠিয়েও কোন সদুত্তর পাননি। উল্টো তাকে বলা হয়েÑে গানগুলো বাণিজ্যিক বিপণনের জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে প্রীতম আহমেদের স্বাক্ষর রয়েছে। এ পরিস্থিতির সঠিক সুরাহার এবং বাংলাদেশের গীতিকার-সুরকারদের অধিকার আদায়ের দাবি জানিয়ে তিনি মঙ্গলবার প্রতারণা ও জালিয়াতির মামলাটি দায়ের করেন। এ প্রসঙ্গে প্রীতম আহমেদ জনকণ্ঠকে বলেন, একজন গানের ক্রিয়েটর হিসেবে এটা খুব অপমানের যে তার গান যেভাবে খুশি সেভাবে কেউ ব্যবহার করবে অথচ তাকে কেউ জানানোর প্রয়োজনও বোধ করবে না। তাছাড়া আমি চাই না যুগের পর যুগ ধরে সম্মান নিয়ে বেঁচে থাকা লাকি আখান্দের মতো অন্য কোন গান স্রষ্টার শেষ বয়সে চিকিৎসার জন্য অন্যের সাহায্য চাইতে হোক। দেশে যারা শিল্পীদের রক্ত চুষে খায় তাদের মানুষ চিনুক।
×