ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ দুই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে না

প্রকাশিত: ০৩:৩৫, ৪ মে ২০১৭

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ দুই  পুলিশ কর্মকর্তাকে  অভিযুক্ত করা হবে না

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গত গ্রীষ্মে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার জন্য দুইজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের জাস্টিস ডিপার্টমেন্ট। বিষয়টি নিহত এলটন স্টার্লিংয়ের পরিবার বা সিটি মেয়র জানার আগেই মার্কিন প্রচার মাধ্যমে ফাঁস হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর যে দোকানের সামনে এলটনকে গুলি করা হয়েছিল সেখানে মানুষ সমবেত হতে থাকে। এ ছাড়া মঙ্গলবার রাতে এলটনের মৃত্যুতে শোকার্ত মানুষ মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় এবং কিছু মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরে পুলিশ সদর দফতরের সামনে ভিড় করে এলটন স্টার্লিং হত্যার দিন আসলে কী ঘটেছিল? এ নিয়ে পুলিশের বক্তব্য ও ভিডিও ফুটেজের ছবি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশের বক্তব্য বন্দুক হাতে এক লোক পথচারীদের ভয় দেখাচ্ছে এই মর্মে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিল, কিন্তু মোবাইল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দুইজন পুলিশ অফিসারের একজন লাল শার্ট পরা এক লোককে হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরে আছেÑ এবং অপর হাতে পিস্তল বের করে তার দিকে তাঁক করছে। এ সময় একজন চিৎকার করে বললো, তার কাছে বন্দুক আছে এরপরই গুলির আওয়াজ শোনা যায় এবং অসহায় এলটনের মৃত্যু ঘটে। পাঁচ সন্তানের জনক এলটন স্টার্লিংয়ের মৃত্যু দেশ-বিদেশে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করে। এবং জনমনে বেশকিছু প্রশ্নের জন্ম দেয়। -ওয়েবসাইট
×