ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ‘থাড’ যে কোন ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম

প্রকাশিত: ০৩:৩৫, ৪ মে ২০১৭

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ‘থাড’ যে কোন ক্ষেপণাস্ত্র  প্রতিরোধে সক্ষম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ কোরিয়ায় স্থাপিত বিতর্কিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছে। তাদের এক মুখপাত্র জানায়, এখন দক্ষিণ কোরিয়ার মাটিতে ছোড়া উত্তর কোরিয়ার যে কোন ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করতে সক্ষম। তবে পুরোপুরি সক্ষমতা অর্জনে আরও কয়েক মাস লাগবে বলে দুই দেশের কর্মকর্তারা জানান। উত্তর কোরিয়ার একের পর এক হুমকি ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, সাবমেরিন আসায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সঙ্গে মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি বোমারু বিমান অংশ নেয়। যুক্তরাষ্ট্র বলেছে এটা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে করা হয়েছে। ক্ষুব্ধ প্রতিবাদের মুখে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিওঙ্গজিও স্থাপন করা হয়েছে সাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় অনেকের ধারণা, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি হচ্ছে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং এটি এর আশপাশে যারা বসবাস করছেন তাদের জীবন বিপন্ন করে তুলবে। চীনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করেছে। কারণ, এটির রাডারের আওতা তাদের নিজস্ব সামরিক অভিযানের নিরাপত্তা বিঘিœত করতে পারে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, থাড এখন হামলা মোকাবিলায় প্রস্তুত। এটি দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ওএফপিকে বলেন, এটি বর্তমান প্রাথমিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। -বিবিসি অনলাইন
×